আন্তর্জাতিক

গাজায় গণহত্যা বন্ধে প্রস্তুত যুক্তরাষ্ট্র : বারাক ওবামা

যুক্তরাষ্ট্র ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলের চালানো গণহত্যা বন্ধে সাহায্য করতে প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন বারাক ওবামা। সম্প্রতি তিনি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর কাছে চলমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বলে জানিয়েছে হোয়াইট হাউজ।ওবামা নেতানিয়াহুকে ফোনে জানান,  নভেম্বর- ২০১২ গণহত্যা চুক্তিতে ফিরে আসতে যুক্তরাষ্ট্র যে কোনো সুবিধা দিতে প্রস্তুত।খবর বিবিসি’র।এদিকে হোয়াইট হাউজ জানায়, ওবামা ইসরায়েলকে লক্ষ্য করে হামাসের রকেট আক্রমণের নিন্দা জানিয়েছেন এবং আক্রমণের বিরুদ্ধে ইসরায়েলের আত্মরক্ষার অধিকারকে সমর্থন করেছেন।গত মঙ্গলবার থেকে ইসরায়েলের হামলায় গাজায় এখন পর্যন্ত ৯০ জন নিহত হয়েছেন বলে ফিলিস্তিনের সরকারি দপ্তরের খবর।ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, এ হামলায় প্রায় ৬০০ জন আহত হয়েছে যাদের মধ্যে অধিকাংশই সাধারণ মানুষ। তবে যুক্তরাষ্ট্র সরকার সরাসরি হামাসের সাথে মধ্যস্থতা করতে অস্বীকৃতি জানিয়েছে। ২০১২ সালে ইসরায়েল-হামাস গণহত্যায় মধ্যস্থতাকারী হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল মিসর।

Advertisement