বাংলাদেশে বৈদেশিক বিনিয়োগের পরিবেশ অত্যন্ত অনুকূল ও লাভজনক বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।
Advertisement
মঙ্গলবার (১৮ আগস্ট) জাপান ব্যাংক ফর ইন্টারন্যাশনাল কো-অপারেশনের সঙ্গে বিনিয়োগ নিয়ে এক ভার্চুয়াল আলোচনায় সভায় প্রতিমন্ত্রী এ কথা জানান।
তিনি বলেন, সকল বৈদেশিক বিনিয়োগে রাষ্ট্রীয় নিরাপত্তা প্রদান করা হয়। ট্যাক্স হলিডেসহ নানাবিধ প্রণোদনার সুবিধা রয়েছে।
বাংলাদেশে বিনিয়োগ করার আগ্রহকে স্বাগত জানিয়ে নসরুল হামিদ বলেন, বাংলাদেশে একটি ক্রমবর্ধমান অর্থনীতির দেশ। এ দেশের অর্থনীতির আকার দিনে দিনে বড় হচ্ছে। জাপান আমাদের পরীক্ষিত বন্ধু। এ ধরনের বিনিয়োগ আমাদেরকে বন্ধনকে আরও সুদৃঢ় করবে।
Advertisement
সমঝোতা স্মারক স্বাক্ষরের বিষয়ে বিদ্যুৎ প্রতিমন্ত্রী বলেন, আগামী সেপ্টেম্বর মাসের শেষদিকে সমঝোতা স্মারক স্বাক্ষর হতে পারে।
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণায়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, জাপান ব্যাংক ফর ইন্টারন্যাশনাল কো-অপারেশন এলএনজি টার্মিনাল, এলপিজি টার্মিনাল, গ্যাস পাইপ লাইন, বিদ্যুৎ উৎপাদন, গ্যাস মিটার, নবায়নযোগ্য জ্বালানি, জলবিদ্যুৎ, জ্বালানি দক্ষতা, পাওয়ার সিস্টেম মাস্টার প্লান প্রভৃতি খাতে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেন। তারা সমঝোতা স্বারক স্বাক্ষরের প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠিয়েছে। জ্বালানি ও খনিজসম্পদ বিভাগ তাদের জন্য প্রযোজ্য ক্ষেত্রে বিনিয়োগে একমত প্রকাশ করেছে।
ভার্চুয়াল আলোচনায় সভায় জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সিনিয়র সচিব মো. আনিছুর রহমান, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অতিরিক্ত সচিব এ কে এম ফজলুল হক, জাপান ব্যাংক ফর ইন্টারন্যাশনাল কো-অপারেশনের পরিচালক অকায়া ইয়োশিয়ো, উপ-পরিচালক মরিমতো সইচিরো ও লোন অফিসার আসাই মিঝোকি অংশগ্রহণ করেন।
আরএমএম/এমএসএইচ/এমকেএইচ
Advertisement