মুজিববর্ষ উপলক্ষে সংসদ ভবন চত্বরে গাছ লাগিয়েছেন বেশ কয়েকজন সংসদ সদস্য (এমপি)। এ সময় হুইপ মাহবুব আরা বেগম গিনি, নৌপরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, খুলনা-৫ আসনের এমপি নারায়ণ চন্দ্র চন্দ, সংরক্ষিত নারী আসনের এমপি শিরীন আহমেদ, সুলতানা নাদিরা, জাকিয়া পারভীন খানম, খন্দকার মমতা হেনা লাভলী, ফরিদা খানম ও সৈয়দা রাশিদা বেগম উপস্থিত ছিলেন।
Advertisement
মঙ্গলবার (১৮ আগস্ট) তারা গাছ লাগান। মুজিববর্ষ উপলক্ষে ৩৫০ থেকে ৫০০টি গাছের চারা রোপণের লক্ষ্যমাত্রা নিয়ে সংসদ ভবন চত্বরে গত ২৬ জুলাইয়ে গাছ লাগানোর কর্মসূচির উদ্বোধন করেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। পর্যায়ক্রমে সব সংসদ সদস্য সংসদ ভবন চত্বরে গাছ লাগানোর কর্মসূচিতে অংশগ্রহণ করবেন বলে এর আগে সিদ্ধান্ত নেয়া হয়।
এ সময় মাহবুব আরা বেগম গিনি বলেন, বঙ্গবন্ধু বলেছিলেন, ‘বাংলার মানুষ সোনার চেয়েও খাঁটি’। মুজিববর্ষে আমরা জাতীয় সংসদ থেকে যে কর্মসূচি নিয়েছি তারই ধারাবাহিকতায় অংশগ্রহণ করতে পেরে নিজেকে ধন্য মনে করছি। আমরা একদিন থাকব না, কিন্তু এই গাছগুলো একদিন সাক্ষী দেবে যে একদিন আমরা এখানে ছিলাম। এতে আমার ভালো লাগছে এবং আজ আমি বঙ্গবন্ধুকে স্মরণ করছি। সেই সঙ্গে ১৫ আগস্ট যারা শহীদ হয়েছেন তাদের মাগফেরাত কামনা করছি।
নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেন, আগস্ট শোকের মাস। খুনিরা বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করেছে। এখানে নারী, শিশু এমনকি গর্ভবতী মায়েরাও রক্ষা পায়নি। তাই আমরা সেই শহীদদের শ্রদ্ধাভরে স্মরণ করছি।
Advertisement
তিনি বলেন, ইতোমধ্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাদেশে এক কোটি গাছের চারা রোপণ কর্মসূচি ঘোষণা করেছেন। তারই অংশ হিসেবে জাতীয় সংসদের স্পিকার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেছেন। আমরা সেই ধারাবাহিকতায় আজকে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করেছি।
এইচএস/এমএসএইচ/পিআর