জাতীয়

২৪ ঘণ্টায় সুস্থ সর্বোচ্চ ঢাকায়, সর্বনিম্ন ময়মনসিংহে

রাজধানী ঢাকাসহ সারাদেশে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও ২ হাজার ২৩৪ জন। এ নিয়ে মোট সুস্থ রোগীর সংখ্যা দাঁড়াল ১ লাখ ৬২ হাজার ৮২৫ জনে। করোনার নমুনা শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৫৭ দশমিক ৬৭ শতাংশ।

Advertisement

গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে ওঠা করোনা রোগীদের মধ্যে সর্বোচ্চ সংখ্যক ঢাকা বিভাগে ২ হাজার ২৩৪ জন এবং সর্বনিম্ন ময়মনসিংহ বিভাগে ৬০ জন সুস্থ হয়েছেন। এছাড়া অন্যান্য বিভাগের মধ্যে চট্টগ্রামে ২৪০, রংপুরে ২৪৮, খুলনায় ১৯৬, বরিশালে ১০৯, রাজশাহীতে ৪১০ এবং সিলেটে ২০০ জন সুস্থ হয়েছেন।

দেশে করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৪৬ জন মারা গেছেন। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল তিন হাজার ৭৪০ জনে।

করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় ৯১টি করোনা শনাক্তকরণ আরটি-পিসিআর ল্যাবরেটরিতে ১৫ হাজার ৪৩৫টি নমুনা সংগ্রহ ও ১৪ হাজার ৬৩০টি নমুনা পরীক্ষা করা হয়। একই সময়ে করোনা ভাইরাসে আক্রান্ত নতুন রোগী শনাক্ত হয়েছেন আরও ৩ হাজার ২০০ জন।

Advertisement

ফলে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ২ লাখ ৮২ হাজার ৩৪৪ জনে। এ নিয়ে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়িয়েছে ১৩ লাখ ৭৮ হাজার ৮১৯ জনে।

এমইউ/এনএফ/পিআর