জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের ‘বারইয়ারহাট-হেঁয়াকো-রামগড় সড়ক প্রশস্তকরণ’ প্রকল্প অনুমোদন দেয়া হয়েছে। এতে খরচ হবে ৮৪৫ কোটি ৫৩ লাখ টাকা। চলতি বছরের জানুয়ারি থেকে ২০২২ সালের জুনের মধ্যে প্রকল্পটি বাস্তবায়ন করা হবে।
Advertisement
প্রকল্পটিতে সরকার দেবে ২৬৪ কোটি ৩৩ লাখ টাকা এবং ভারত ঋণ দেবে ৫৮১ কোটি ২০ লাখ টাকা। আজ মঙ্গলবার (১৮ আগস্ট) একনেক সভায় এ অনুমোদন দেয়া হয়।
সভা শেষে এ বিষয়ে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেন, ‘এই সড়কটা খুবই গুরুত্বপূর্ণ। সড়কটা বারইয়ারহাট হয়ে রামগড় হয়ে ত্রিপুরার দিকে ঢোকে। পার্বত্য ত্রিপুরা যেটাকে আমরা বলতাম। এই সড়ক দিয়ে আমি অনেকবার গেছি নিজে ভারতে গেছি। এই সড়কটা ভারতের সঙ্গে যে ব্যবসা-বাণিজ্য, ত্রিপুরা হয়ে চট্টগ্রাম, কক্সবাজারের দিকে বা চট্টগ্রাম বন্দরের দিকে…। তারা (ভারত) এদিকে খুব আগ্রহী। উভয়ের আগ্রহেই সড়কটা করা হচ্ছে। দেখেন না, তাদের ঋণ। তারাও বলছে, এটা হলে আপনাদেরও উপকার, আমাদেরও উপকার। আমরা একমত হয়েছি। ইন্ডিয়ার জন্যও উইন, আমাদের জন্যও উইন। প্রধানমন্ত্রী এটাকে উচ্চ অগ্রাধিকার দিয়েছেন।’
‘এখানে একটা বর্ডার হাট হওয়ার সম্ভাবনা আছে। রামগড়ে একটা বর্ডার হাট আলোচনার মধ্যে আছে’—যোগ করেন পরিকল্পনামন্ত্রী।
Advertisement
পিডি/এইচএ/পিআর