জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক চেয়ারম্যান মো. মোশাররফ হোসেন ভূঁইয়াকে জার্মানির নতুন রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। তিনি বর্তমান রাষ্ট্রদূত ইমতিয়াজ আহমেদের স্থলাভিষিক্ত হবেন।
Advertisement
সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। রাষ্ট্রদূত মনোনীত মোশাররফ হোসেন ভূঁইয়া শিল্প মন্ত্রণালয়ের সাবেক জ্যেষ্ঠ সচিবের দায়িত্ব পালন করেছেন। সরকারি চাকরি থেকে অবসর নেয়ার আগে মোশাররফ হোসেন ভূঁইয়াকে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়।
একই সঙ্গে তাকে অভ্যন্তরীণ সম্পদ বিভাগের জ্যেষ্ঠ সচিবও করা হয়। এছাড়া, পদ্মাসেতু প্রকল্প নিয়ে জটিলতার সময় মোশাররফ হোসেন ভূঁইয়া সেতু বিভাগের সচিব ছিলেন।
মোশাররফ হোসেন ভূঁইয়া ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতি বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর সম্পর্ণ করেন। তিনি যুক্তরাষ্ট্রের উইলিয়ামস কলেজ ইন ম্যাসাচুসেটস থেকে উন্নয়ন অর্থনীতির ওপর মাস্টার্স অব আর্টস সম্পন্ন করেন।
Advertisement
এমআরএম/পিআর