জাতীয়

বস্তিবাসীর মাঝে নগদ ৭ মিলিয়ন টাকা সহায়তা

এডিএইচ জার্মানির আর্থিক সহায়তায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ পরিচালিত নগর বস্তীবাসী উন্নয়ন প্রকল্প ৫৮৪ জন উপকারভোগীর মাঝে প্রথম পর্যায়ে শর্তহীন নগদ টাকা বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। গত ২৮ জুলাই ঢাকার ডিসি কার্যালয়ের অভ্যন্তরে এক অনুষ্ঠানের মাধ্যমে এ কার্যক্রম শুরু হয়। এদিন দরিদ্র বস্তিবাসী পরিবারের সদস্যদের হাতে মোবাইল ব্যাংকিং পরিষেবার মাধ্যমে প্রত্যেক উপকারভোগীর হাতে ৫ হাজার টাকা তুলে দেয়া হয়।

Advertisement

উল্লেখিত কার্যক্রমে উপকারভোগীদের মাঝে তিন ফুট সামাজিক দূরত্ব বজায় রেখে নগদ অথের্র সহায়তা তুলে দেয়া হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ঢাকা জেলা প্রশাসক মো. শহীদুল ইসলাম অনুষ্ঠানের উদ্বোধন করেন।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মমিন উদ্দিন, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের অন্তবর্তীকালীন ন্যাশনাল ডিরেক্টর ও সিনিয়র ডিরেক্টর অপারেশন অ্যান্ড প্রোগ্রাম কোয়ালিটি (এসওডি) চন্দন জেড গমেজ, টনি মাইকেল গমেজ, মঞ্জু মারীয়া পালমা, রনেট লিও গমেজ প্রমুখ।

চন্দন জেড গমেজ তার বক্তব্যে বলেন, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ সবসময়ই শিশু কল্যাণের জন্যে কাজ করে এবং এই দুর্যোগে শিশু ও তার পরিবার যেন সুরক্ষিত ও নিরাপদ থাকে তাই কাজ করে যাচ্ছে।

Advertisement

প্রধান অতিথি ডিসি শহীদুল ইসলাম বলেন, সরকারের পক্ষে কোনো উন্নয়নমূলক কাজ একা করা সম্ভব নয়, শুধু এই করোনাকালীন সময়ে নয়, বন্যার ব্যাপক ক্ষয়ক্ষতি মোকাবিলায় সরকারের পাশাপাশি যারা কাজ করছেন তাদের মধ্যে ওর্য়াল্ড ভিশন বাংলাদেশ তাদের অন্যতম।

অন্যান্য অতিথিরাও দরিদ্র বস্তিবাসীদের জন্য ওয়ার্ল্ড ভিশন এর এই উদ্যোগকে স্বাগত জানান।

এসএইচএস/এমকেএইচ

Advertisement