কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে করোনাভাইরাসের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও ছয়জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে চারজন পুরুষ এবং দুইজন নারী। মঙ্গলবার (১৮ আগস্ট) সকালে হাসপাতালের পরিচালক ডা. মো. মুজিবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
Advertisement
করোনা উপসর্গ নিয়ে মৃতরা হলেন- কুমিল্লা নগরীর শাকতলার বাসিন্দা নূরজাহান (৬০), বরুড়া উপজেলার কল্পনা রানী পাল (৬৫), চৌদ্দগ্রাম উপজেলার দেলোয়ার হোসাইন (৬০), শ্রীপুরের দিলিপ কুমার ভৌমিক (৬২), লালমাই উপজেলার আবদুল জাব্বার (৭৩) এবং একই উপজেলার বাগমারার এ কে এম সিরাজুল ইসলাম (৭৫)।
এখন পর্যন্ত কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে করোনা পজিটিভ ও উপসর্গ নিয়ে মোট ৩৬৮ জনের মৃত্যু হয়েছে।
এদিকে জেলা সিভিল সার্জন অফিস সূত্র জানায়, কুমিল্লায় এখন পর্যন্ত ছয় হাজার ২৮২ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছেন চার হাজার ৭৯৫ জন। করোনায় মারা গেছেন ১৫৭ জন।
Advertisement
আরএআর/জেআইএম