জাতীয়

ট্রাক উল্টে ৫৫০ বস্তা সরকারি চাল পুকুরে

আসাদুজ্জামান সুমন, ঢাকা দক্ষিণ

Advertisement

ঢাকার নবাবগঞ্জ উপজেলায় ৫৫০ বস্তা সরকারি চাল বহনকারী একটি ট্রাক সড়কের পাড় ভেঙে পুকুরে পড়ে গেছে। সোমবার (১৭ আগস্ট) উপজেলার বান্দুরা ইউনিয়নের পুরাতন বান্দুরা গ্রামে এ ঘটনা ঘটে।

চাল ক্যারিংয়ের দায়িত্বে থাকা মো. লিমন জানান, শেরপুর থেকে ট্রাকে করে ২০ টন সরকারি চাল নবাবগঞ্জ উপজেলা সদর কলাকোপা ইউনিয়নের কলাকোপা গুদামের উদ্দেশে আসে। ভুলবশত ট্রাকটি বান্দুরা ইউনিয়নে যাওয়ার সময় পুরাতন বান্দুরা এলাকায় সড়কের পাড় ভেঙে পুকুরে পড়ে যায়। পরে শ্রমিক এনে চাল উঠানোর কাজ করা হয়।

ট্রাকের হেলপার মো. কালাম বলেন, আমরা শেরপুর থেকে ৫টি ট্রাকে করে সরকারি চাল নিয়ে কলাকোপা গুদামে যাচ্ছিলাম। নবাবগঞ্জ থেকে ঠিকানা জানতে চাইলে আমাদের ভুল ঠিকানা দেখিয়ে দেয়া হয়। গাড়িতে আমি আর ড্রাইভার ছিলাম। দুর্ঘটনার সময় আমি লাফ দিয়ে নিচে নেমে যাই। ড্রাইভার গাড়ির কাচ ভেঙে বের হয়ে আসেন।

Advertisement

পুরাতন বান্দুরা ইউনিয়নের ৪নং ওয়ার্ড সদস্য মো. আতিকুর রহমান রতন বলেন, সকালে আমি ঘটনাটি জানতে পেরে সঙ্গে সঙ্গে চেয়ারম্যানকে জানিয়েছি।

কলাকোপা খাদ্য গুদামের ইনর্চাজ মো. সালাউদ্দিন বলেন, ঘটনাটি সাপ্লাই কন্টাক্টর আমাকে জানিয়েছে। চুক্তি অনুযায়ী সাপ্লাই কন্টাক্টর ভর্তুকি দেবে।

এফআর

Advertisement