এমিরেটস তার ফ্ল্যাগশিপ এয়ারবাস এ৩৮০ উড়োজাহাজের সাহায্যে ১৬ আগস্ট থেকে কানাডার টরন্টোতে ফ্লাইট পরিচালনা শুরু করছে। টরন্টো এমিরেটসের এ৩৮০ নেটওয়ার্কে ৬ষ্ঠ গন্তব্যে।
Advertisement
টরন্টোতে সপ্তাহে ৫টি এ৩৮০ ফ্লাইট পরিচালিত হবে। বাংলাদেশে পরিচালিত এমিরেটসের সপ্তাহিক ৬টি ফ্লাইটের যাত্রীরা দুবাই থেকে টরন্টোর ফ্লাইটে সুবিধাজনক সংযোগ পাবেন।
ইতোপূর্ব এমিরেটসের সর্বাধুনিক দ্বিতল এই উড়োজাহাজটি আমস্টারডাম, কায়রো, প্যারিস, লন্ডন হিথ্রো ও গুয়াংঝুতে চলাচল শুরু করে।
পাশাপাশি এমিরেটস্ বিভিন্ন গন্তব্যে তাদের অন্যান্য যাত্রীবাহী ফ্লাইট পুনরায় শুরুর প্রক্রিয়া অব্যাহত রেখেছে এবং সেপ্টেম্বর নাগাদ এয়ারলাইনের আন্তর্জাতিক নেটওয়ার্কে মোট গন্তব্যের সংখ্যা দাঁড়াবে ৭৪টি।
Advertisement
দুবাই উন্মুক্ত হবার ফলে আগ্রহীরা ব্যাবসায়িক, পর্যটন বা অন্যান্য প্রয়োজনে এখন শহরটিতে ভ্রমণ করতে পারেন। দুবাই আগমনকারী বা দুবাইয়ে ট্রানজিটকারী সকল যাত্রীর জন্য কোভিড-১৯ নেগেটিভ সার্টিফিকেট বাধ্যতামূলক।
আগামী ৩১ অক্টোবর পর্যন্ত এমিরেটসে ভ্রমণকারী কোনো যাত্রীর কোভিড-১৯ শনাক্ত হলে এয়ারলাইনের পক্ষ থেকে চিকিৎসার ব্যয় বহন করা হবে।
এসএইচএস/পিআর
Advertisement