রাজধানীসহ সারাদেশে সোমবার (১৭ আগস্ট) পর্যন্ত মহামারি করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের মধ্যে সর্বমোট তিন হাজার ৬৯৪ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে পুরুষ দুই হাজার ৯১৮ জন (৭৮ দশমিক ৯৯ শতাংশ) এবং নারী ৭৭৬ জন (২১ দশমিক ০১ শতাংশ)।
Advertisement
মৃত্যুর বিভাগীয় পরিসংখ্যান অনুসারে, ঢাকা বিভাগে এক হাজার ৭৬৮ জন (৪৮ দশমিক ৮৬ শতাংশ), চট্টগ্রাম বিভাগে ৮৪১ জন (২২ দশমিক ৭৭ শতাংশ), রাজশাহী বিভাগে ২৪৩ জন (৬ দশমিক ৫৮ শতাংশ), খুলনা বিভাগে ২৯৫ জন (৭ দশমিক ৯৯ শতাংশ), বরিশাল বিভাগে ১৪২ জন (৩ দশমিক ৮৪ শতাংশ), সিলেট বিভাগে ১৭৪ জন (৪ দশমিক ৭১ শতাংশ), রংপুর বিভাগে ১৫১ জন (৪ দশমিক ০৯ শতাংশ) এবং ময়মনসিংহ বিভাগে ৮০ জন (২দশমিক ১৭ শতাংশ)।
গত ২৪ ঘণ্টায় মৃত্যুর পরিসংখ্যান অনুযায়ী, ঢাকা বিভাগে ২০ জন, চট্টগ্রাম বিভাগে চারজন, রাজশাহী বিভাগে তিনজন, খুলনা বিভাগে ছয়জন, বরিশাল বিভাগে একজন এবং রংপুর বিভাগের তিনজন রয়েছেন।
গত ২৪ ঘণ্টায় ৮৭টি করোনা শনাক্তকরণ আরটি-পিসিআর ল্যাবরেটরিতে ১২ হাজার ৫২৩টি নমুনা পরীক্ষা করা হয়। একই সময়ে করোনাভাইরাসে আক্রান্ত নতুন রোগী শনাক্ত হন আরও দুই হাজার ৫৯৫ জন।
Advertisement
ফলে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল দুই লাখ ৭৯ হাজার ১৪৪ জনে। এ নিয়ে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়িয়েছে ১৩ লাখ ৬৪ হাজার ১৮৯টি।
এমইউ/এমএআর/পিআর