খুলনা বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ অ্যান্ড মেরিন রিসোর্স টেকনোলজি ডিসিপ্লিনের মাস্টার্সের ২য় টার্মের মেধাবী ছাত্র নয়ন সরকার (২৪) মোটরসাইকেল দুর্ঘটনায় মারা গেছেন। শুক্রবার বেলা ৩টায় এ দুর্ঘটনা ঘটে।ঘটনাসূত্রে জানা যায়, খুলনা থেকে মোটরসাইকেলযোগে নয়নসহ তিনজন তার গ্রামের বাড়ি গোপালগঞ্জের শাহাপুর ইউনিয়নের পাটকেলবাড়ি অভিমুখে যাওয়ার পথে মোটরসাইকেলের পিছনের চাকা ফেটে গেলে এ দুর্ঘটনা ঘটে। নয়ন পেছনে থাকায় রাস্তায় ছিটকে পড়লে মাথায় মারাত্মকভাবে আঘাত পান। প্রথমে তাকে স্থানীয় হাসপাতাল ও পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ খবর বিশ্ববিদ্যালয়ে পৌঁছালে শোকের ছায়া নেমে আসে। নয়নের মৃতদেহ বিকেলে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নেয়া হয় এবং শহীদ মিনারের সামনে রাখা হয়। এসময় খুবি উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ফায়েক উজ্জামান, জীব বিজ্ঞান স্কুলের ডিন প্রফেসর ড. মো. নাজমুল আহসান, এফএমআরটি ডিসিপ্লিন প্রধান প্রফেসর ড. আইয়াজ হাসান চিশতী, ছাত্রবিষয়ক পরিচালক প্রফেসর ড. অনির্বাণ মোস্তফা, খানজাহানআলী হলের প্রভোস্ট প্রফেসর ড. আহমেদ আহসানুজ্জামান, সহকারী ছাত্রবিষয়ক পরিচালক ও সহকারী প্রভোস্টবৃন্দ, শিক্ষকসহ বহুসংখ্যক শিক্ষার্থী উপস্থিত হলে শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়। সহপাঠী অনেক শিক্ষার্থী এসময় কেঁদে ফেলেন। পরে বিশ্ববিদ্যালয়ের অ্যাম্বুলেন্সযোগে নয়নের মরদেহ তার গ্রামের বাড়িতে পাঠানো হয়।আলমগীর হান্নান/এসএইচএস
Advertisement