দেশজুড়ে

লামায় স্কুলশিক্ষিকাকে গলা কেটে হত্যা

লামায় স্কুলশিক্ষিকাকে গলা কেটে হত্যা

বান্দরবানের লামায় মাইক্যচিং মার্মা (২৯) নামে এক স্কুলশিক্ষিকাকে গলা কেটে হত্যা করেছে স্বামী। শুক্রবার রাত ৯ টার দিকে উপজেলার সমিল পাড়ায় এ ঘটনা ঘটে।নিহত মাইক্যচিং রুপসীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। এ ঘটনায় নিহতের স্বামী থোয়াইশৈমং মার্মা (৩৪) কে আটক করেছে পুলিশ। তিনি কারিতাস সিঁড়ি প্রকল্পের কর্মী বলে জানা গেছে।স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গত তিন মাস আগে লামা পৌরসভার বড় নুনারবিল মার্মা পাড়ার উক্যাজাই মার্মার মেয়ে মাইক্যচিং মার্মার সাথে বান্দরবানের মেঘলার অধিবাসী কারিতাস সিঁড়ি প্রকল্পের কর্মী থোয়াইশৈমং মার্মার বিয়ে হয়। এরপর পৌরসভার সমিল পাড়ায় একটি তিন তলা বিল্ডিংয়ের ৩য় তলায় একটি রুমে ভাড়া নিয়ে বসবাস করে আসছেন তারা। শুক্রবার রাতে কথা কাটাকাটির এক পর্যায়ে মাইক্যচিংকে ধারালো দা দিয়ে জবাই করে হত্যা করে স্বামী থোয়াইশৈমং মার্মা।লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। নিহতের স্বামীকে পুলিশ আটক করেছে।সৈকত দাশ/এসএইচএস

Advertisement