রাজধানী ঢাকাসহ সারাদেশে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও এক হাজার ৬৪১ জন। এ নিয়ে মোট সুস্থ রোগীর সংখ্যা দাঁড়াল এক লাখ ৬০ হাজার ৫৯১ জনে। করোনার নমুনা শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৫৭ দশমিক ৫৩ শতাংশ।
Advertisement
গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে ওঠা এক হাজার ৬৪১ জনের মধ্যে ঢাকা বিভাগে ৫৫৭ জন, চট্টগ্রামে ২১২, রংপুরে ২১২, খুলনায় ২৬৩, বরিশালে ১০৬, রাজশাহীতে ২১৮, সিলেটে ৫৮ এবং ময়মনসিংহে ১৫ জন সুস্থ হয়েছেন।
উল্লেখ্য, করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় ৮৭টি পরীক্ষাগারে ১২ হাজার ৫২৩টি নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষায় আরও ২ হাজার ৫৯৫ জনের করোনা শনাক্ত হয়েছে। ফলে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল দুই লাখ ৭৯ হাজার ১৪৪ জনে। এ নিয়ে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়িয়েছে ১৩ লাখ ৬৪ হাজার ১৮৯টি।
করোনায় গত ২৪ ঘণ্টায় প্রাণ গেছে আরও ৩৭ জনের। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল তিন হাজার ৬৯৪ জনে।
Advertisement
এমইউ/এফআর/এমকেএইচ