জগন্নথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ২০১৫-১৬ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ ভর্তি পরীক্ষায় জালিয়াতির অভিযোগে তিন জনের দুই বছর করে কারাদণ্ড দিয়েছেন দায়িত্বপ্রাপ্ত মেজিস্ট্রেট নাজমা নাহার।শুক্রবার বিকেল ৩টায় এ ইউনিটের ভর্তি পরীক্ষা চলাকালীন সময় জবি কেন্দ্র এবং ঢাকা সিটি কলেজ কেন্দ্র থেকে তাদের আটক করা হয়। সাজাপ্রাপ্তরা হলেন আবদুর রহমান মজুমদার, কোপিল মাহমুদ এবং মাসুদুর রহমান। জানা গেছে, জবি পরীক্ষা কেন্দ্রে প্রবেশের সময় মোবাইলের খুদেবার্তায় উত্তরসহ ধরা পড়েন আবদুর রহমান। পরে তার সহায়তাকারী কোপিল মাহমুদকেও আটক করা হয়। এছাড়া ঢাকা সিটি কলেজ কেন্দ্রে পরীক্ষার হলে মোবাইলসহ ধরা পড়েন মাসুদুর রহমান। আটকদের জবি প্রক্টর অফিসে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাজা দেয়া হয়। এ বিষয়ে জবি প্রক্টর ড. নূর মোহাম্মাদ বলেন, ভর্তি পরীক্ষায় ডিজিটাল জালিয়াতি করার চেষ্টা করায় তাদেরকে ভ্রাম্যমাণ আদালতের অধীনে সাজা দেয়া হয়েছে।এ বিষয়ে জবি ভিসি অধ্যাপক ড. মীজানুর রহমান বলেন, জবি ভর্তি পরীক্ষায় কোনো ডিজিটাল জালিয়াতি সম্ভব নয়। এক সেট প্রশ্নের সাথে অন্য সেট প্রশ্নের কোনো মিল নেই। ২০টির বেশি সেটের প্রশ্ন করা হয়েছে। উল্লেখ্য, এবার ‘এ’ ইউনিটে ৭৬০টি আসনের বিপরীতে ৫৭ হাজার ৭০৩ জন শিক্ষার্থী ভর্তি পরীক্ষার জন্য আবেদন করেছে। শুক্রবার একযোগে ২৯টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়।সুব্রত মন্ডল/এসকেডি/এমএম
Advertisement