রাজনীতি

সরকার গ্রাম অঞ্চলে আগুন জ্বালাতে যাচ্ছে : রব

দলীয় প্রতীকে স্থানীয় নির্বাচন দিয়ে সরকার গ্রাম অঞ্চলে আগুন জ্বালাতে যাচ্ছে বলেও মন্তব্য করেছেন জ্বাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডির) সভাপতি আ স ম আব্দুর রব। শুক্রবার সন্ধ্যায় জাতীয় প্রেসক্লাবে  সমাজতান্ত্রিক দল (জেএসডির) ৪৩ তম প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।তিনি বলেন, ঢাকার দুই সিটি নির্বাচনে আগুন জ্বালিয়ে সরকার এখন স্থানীয় নির্বাচন দলীয় ভাবে করার সিদ্ধান্ত নিয়ে গ্রাম অঞ্চলে আগুন জ্বালাতে যাচ্ছে। দলীয় প্রতীকে স্থানীয় নির্বাচন হলে সারা দেশ  গৃহযুদ্ধের মাধ্যমে আগুনে পুড়ে ছারখার হয়ে যাবে। কারণ ইউনিয়ন এবং ওয়ার্ডে প্রতিদ্বন্দ্বিতা করে বাবা ছেলে, ভাই ভাই, চাচা ভাতিজ্বা।বর্তমান সরকারের সময়ে সম্মানী ব্যক্তিদের সম্মান দেয়া হয়না উল্লেখ করে তিনি বলেন, যেখানে বিশ্বের মানুষ নোবেল বিজয়ী ড. ইউনুস এবং গণস্বাস্ব্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ড. জাফরুল্লাহ চৌধুরীকে সম্মান জানায় সেখানে বর্তমান সরকার তাদেরকে প্রাপ্য সম্মান দেয় না।আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন, গণস্বাস্ব্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ড. জাফরুল্লাহ চৌধুরী, বাসদের সাধারণ সম্পাদক খালেকুজ্জামান, শিক্ষাবিদ অধ্যাপক মাহবুবুর রহমান, জেএসডির সাধারণ সম্পাদক আব্দুল মালেক রতন প্রমুখ।এএস/এএইচ/এমএম

Advertisement