ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার কোলা গ্রামে ১২ বছরের মেয়েকে যৌন হয়রানির অভিযোগে বাবা নাড়ু গোপাল সরকারকে (৪৫) আটক করেছে পুলিশ।
Advertisement
গতকাল শনিবার রাতে মেয়েকে যৌন হয়রানির অভিযোগে থানায় একটি মামলা করেন তার স্ত্রী। এরপর রাতেই অভিযান চালিয়ে নাড়ু গোপালকে আটক করে পুলিশ। আটক নাড়ু গোপাল সরকার কোলা গ্রামের কমলেশ সরকারের ছেলে।
মামলার এজাহারে মেয়েটির মা উল্লেখ করেছেন, ৭-৮ মাস ধরে মেয়ের স্পর্শকাতর স্থানে হাত দিচ্ছে সে (স্বামী)। এ বিষয় নিয়ে এর আগে আমার মেয়ে আত্মহত্যাও করতে গিয়েছিল। কিন্তু গত ৭ আগস্ট রাত ৩টার দিকে আবারও মেয়ের স্পর্শকাতর স্থানে হাত দেয় ওর বাবা। এসময় মেয়ের চিৎকারে পাশের ঘর থেকে তিনি ছুটে আসেন।
কালীগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মাহফুজুর রহমান মিয়া জানান, নিজ মেয়েকে বিভিন্ন সময় যৌন হয়রানি করে আসছিল নাড়ু গোপাল। মেয়েটির মা বাদী হয়ে একটি মামলা করেছেন। শনিবার রাতে তাকে আটক করা হয়। রোববার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।
Advertisement
আব্দুল্লাহ আল মাসুদ/এমএএস/এমকেএইচ