লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা নুরুল ইসলাম বাবুল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। রোববার (১৬ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে ঢাকা নেয়ার পথে কুমিল্লায় তিনি মারা যান।
Advertisement
চন্দ্রগঞ্জ ইউনিয়ন পরিষদের সচিব গাজী আব্বাস উদ্দিন চেয়ারম্যানের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। এ নিয়ে লক্ষ্মীপুরে তিনজন ইউপি চেয়ারম্যান করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। তারা করোনার শুরু থেকে খাদ্যসহায়তাসহ মাঠপর্যায়ে সক্রিয়ভাবে কাজ করেছেন।
মৃত বাবুল লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের শ্রমবিষয়ক সম্পাদক। তিনি চন্দ্রগঞ্জ ইউনিয়নের রামকৃষ্ণপুর গ্রামের বাসিন্দা। তিনি স্ত্রী, এক ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
জানা গেছে, সাতদিন আগে ইউপি চেয়ারম্যান বাবুল করোনায় আক্রান্ত হন। তিনি বাড়িতে থেকেই চিকিৎসা নিয়েছেন। অবস্থার অবনতি হওয়ায় ঢাকা নেয়ার পথে কুমিল্লায় তিনি মারা যান।
Advertisement
করোনায় আক্রান্ত হয়ে ১৪ জুলাই লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার কেরোয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহজাহান কামাল ও ২১ জুন রামগঞ্জ উপজেলার ইছাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহীদ উল্যা মারা গেছেন। শাহজাহান কামাল রায়পুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও শহীদ উল্যা ইছাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি ছিলেন।
কাজল কায়েস/এএম/পিআর