ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) বহুমুখী সমবায় সমিতির সভাপতি নির্বাচিত হয়েছেন মোস্তাফা হোসেন চৌধুরী এবং সাধারণ সম্পাদক হয়েছেন ওমর ফারুক। কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন কল্যাণ সাহা। শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে সেগুনবাগিচাস্থ ডিআরইউ কার্যালয়ে এ ফলাফল ঘোষণা করা হয়। নির্বাচনে মোস্তাফা হোসেন চৌধুরী চেয়ার প্রতীক নিয়ে ১৯৮ ভোট পান।তার নিকটতম প্রতিদ্বন্দ্বি রফিক অাহমেদ মুফতি ছাতা প্রতীকে ১০৫টি ভোট পেয়েছেন।শামীম সিদ্দিকী বটগাছ প্রতীক নিয়ে ১৮৮টি ভোট পেয়ে সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন।তার নিকটতম প্রতিদ্বন্দ্বি এম হাফিজুর রহমান আনারস প্রতীকে পেয়েছেন ১০৮টি ভোট। ওমর ফারুক মাছ প্রতীক নিয়ে সর্বোচ্চ ২১৮ ভোট পেয়ে সম্পাদক নির্বাচিত হয়েছেন।তার নিকটতম প্রতিদ্বন্দ্বি মোহাম্মদ বদরুল আলম চৌধুরী গোলাপ ফুল প্রতীক নিয়ে ৮০টি ভোট পেয়েছেন।এদিকে যুগ্ম-সম্পাদক পদে খেজুর গাছ প্রতীকে মোহাম্মদ জামালউদ্দিন বিনা প্রতিদ্বন্দ্বিতায় একক প্রার্থী হিসেবে নির্বাচিত হন। কল্যাণ সাহা চশমা প্রতীক নিয়ে ১৮৬টি ভোট পেয়ে কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন।তার নিকটতম প্রতিদ্বন্দ্বি শাহ আলম নূর গরুর গাড়ি প্রতীক নিয়ে ১১৮টি ভোট পান। এছাড়া, আইয়ুব আনসারি ১৯৮, একেএম কামরুজ্জামান হিরু ১৬১, মো. শরীফুল আরিফ সোহেল ১৬৭, আতিকুর রহমান হাবিব ১৩৫, শাহনাজ শারমীন ১৯১, মতলু মল্লিক ১৪৪ এবং বরুণ ভৌমিক নয়ন ১৫০ ভোট পেয়ে সদস্য নির্বাচিত হয়েছেন।এর আগে সকাল ১০টায় সেগুনবাগিচাস্থ ডিআরইউ’র নীচতলার মিলনায়তনে ভোটগ্রহণ শুরু হয়। ভোটগ্রহণের নির্দিষ্ট সময় আগে থেকেই প্রার্থী ও ভোটারদের সরব উপস্থিতিতে মুখরিত হয়ে ওঠে ডিআরইউ প্রাঙ্গণ।এমইউ/এসকেডি/এমএম/ এমএএস
Advertisement