দেশজুড়ে

হাসপাতালে নেয়ার পথে অ্যাম্বুলেন্সে মারা গেলেন দুইজন

মাগুরায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। একই সঙ্গে নতুন করে রোববার (১৬ আগস্ট) আরও ২৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে মাগুরায় ৬৬৭ জনের করোনা শনাক্ত হলো।

Advertisement

এদের মধ্যে সুস্থ হয়েছেন ৪৮৫ জন। মৃত দুইজন হলেন- পৌর এলাকার কাদিরাবাদ গ্রামের মো. শহিদুল ইসলাম (৬৬) ও শ্রীপুর উপজেলার কমলাপুর কাদিরপাড়ার শহিদুল ইসলাম (৫৬)।

মাগুরার সিভিল সার্জন প্রদীপ কুমার সাহা বলেন, করোনায় আরও দুইজনের মৃত্যু হয়েছে। মৃত দুই ব্যক্তির নমুনা আগেই সংগ্রহ করে কুষ্টিয়ার পিসিআর ল্যাবে পাঠানো হয়েছিল। তাদের রিপোর্ট পজিটিভ ছিল। তারা বাসায় চিকিৎসাধীন ছিলেন। শারীরিক অবস্থার অবনতি হলে হাসপাতালে নেয়ার পথে রোববার অ্যাম্বুলেন্সে তাদের মৃত্যু হয়।

আরাফাত হোসেন/এএম/পিআর

Advertisement