রাজশাহী বিভাগের প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা মহানগরীর বিভিন্ন কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে। এ পরীক্ষা চলে শুক্রবার সকাল ১০টা থেকে ১১টা ২০মিনিট পর্যন্ত। পরীক্ষা চলাকালে মহানগরীর কাশিয়াডাঙ্গা কলেজ কেন্দ্র থেকে ২৪ জন শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়।প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ১০ থেকে শুরু হওয়া এ পরীক্ষার মাত্র সাত মিনিটের মাথায় কলেজের হল রুম থেকে বেশ কিছু শিক্ষার্থীদের বের করে আনা হয়। এরপর তাদের প্রবেশপত্র কেড়ে নিয়ে মাঠে সারিবদ্ধভাবে দাঁড় করানো হয়। এরপর পরীক্ষার শেষ মুহূর্তে তাদের হলের পাশের রুমে অবরুদ্ধ করে রাখা হয়। এর মধ্যে ২১ জন পুরুষ ও তিনজন নারী পরীক্ষার্থী ছিলেন।ভুক্তভোগী পরীক্ষার্থী সুমন মাহমুদ জানান, পরীক্ষা কেন্দ্রে প্রবেশের পর তাদের সঙ্গে থাকা মোবাইলগুলো কি করবেন জানতে চাইলে দায়িত্বরত শিক্ষক তা বন্ধ করে পকেটে রাখতে বলেন। এর কিছুক্ষণ পর উপ-পরিচালক এসে কারো কাছে মোবাইল আছে কি না জানতে চাইলে তারা ওঠে সবাই দাঁড়ান। তখন তিনি সকলের প্রবেশপত্র, খাতা এবং মোবাইল কেড়ে নেন এবং বাইরে বের করে দেন।তবে এ বিষয়ে ওই কেন্দ্রের কোনো দয়িত্বশীল কর্মকর্তা কথা বলতে রাজি হননি।শাহরিয়ার অনতু/এআরএ/এমএম
Advertisement