জাতীয়

সংসদের মূল নকশা পরিবর্তনের পক্ষে নই : স্পিকার

জাতীয় সংসদ এবং সংতদ চত্বরের মূল নকশার পরিবর্তনের পক্ষে নয় বলে জানিয়েছেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।শুক্রবার বিকেলে রাজধানীর জাতীয় জাদুঘরের সুফিয়া কামাল মিলনায়তনে নগর উন্নয়নে পরিকল্পনা ও নকশা প্রণয়ন প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অথিতির বক্তব্যে এ কথা বলেন তিনি।  অ্যাসোসিয়েশন অব বুয়েট অ্যালামনাইর উদ্যোগে প্রদর্শনীর আয়োজন করা হয়।তিনি বলেন, আমাদের অনেক জায়গার দরকার, তবুও আমরা জাতীয় সংসদ এবং সংসদ চত্বরের মূল নকশার কোনো পরিবর্তনের পক্ষে নই।স্পিকার বলেন, জনবহুল এই শহরের জনসাধারণের জন্য উন্মোক্ত জায়গা দিন দিন সংকীর্ণ হয়ে পড়ছে। প্রতিনিয়ত এই শহরে বিভিন্ন পেশার মানুষ যুক্ত হচ্ছে। বেদখল হয়ে যাচ্ছে মানুষের চলাচলের সামান্য জায়গাটুকুও। বিষয়টিকে অধিক গুরুত্ব দিয়ে ভাবনার সময় এসেছে এখন।ড. শিরীন শারমিন বলেন, জাতীয় সংসদ ভবন এবং ভবন চত্বর নিয়ে অনেক কথা শুনা যাচ্ছে। অনেকেই মনে করছেন সরকার সংসদ ভবনের মূল নকশা পরিবর্তন করতে যাচ্ছে । কিন্তু আমরা সংসদ ভবনের মূল নকশা পরিবর্তনের পক্ষে নই।নগর উন্নয়নে দুই মেয়রকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে স্পিকার বলেন, আমাদের সম্পদ সীমিত, হাজারো সমস্যা চারদিকে। তবুও জনসাধারণকে সঙ্গে নিয়ে এবং বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে এগিয়ে যেতে পারলে সমস্যার সামাধান হবে।অনুষ্ঠানে বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র সাঈদ খোকন এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আনিসুল হক।অনুষ্ঠানে বক্তব্য রাখেন অ্যাসোসিয়েশন অব বুয়েট অ্যালামাইন এর সভাপতি অধ্যাপক ড. জামিলুর রেজা চৌধুরী। বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউটের সভাপতি অধ্যাপক ড. আবু সাঈদ এম আহমেদ এবং বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্সের সভাপতি অধ্যাপক গোলাম রহমান ।পরে পরিকল্পনা নকশা প্রণয়ন সংশ্লিষ্ট একটি বইয়ের মোড়ক উন্মােচন করা হয়।এএসএস/এসকেডি/এমএম

Advertisement