পাঁচ বছর পর ধারাবাহিক নাটক নির্মাণ করলেন নন্দিত অভিনেতা ও নির্মাতা তৌকীর আহমেদ। এর নাম ‘রূপালী জ্যোৎস্নায়’। পরিচালনার পাশাপাশি এটি রচনাও করেছেন তিনি। গাজীপুরের রাজাপুরে অবস্থিত তারই মালিকানাধীন নক্ষত্রবাড়ি রিসোর্টে শুটিং হওয়া এ নাটকটি এরইমধ্যে প্রচার শুরু হয়েছে।
Advertisement
চ্যানেল আইতে ঈদ উপলক্ষেই নাটকটি প্রচারে আসে। ঈদের ৮দিনে ৮ পর্ব এবং ঈদ পরবর্তী গেল সপ্তাহের মঙ্গলবার ও বুধবার দুই পর্ব মিলিয়ে দশটি পর্ব দেখেছেন দর্শক। দশ পর্ব দিয়েই বেশ সাড়া জাগিয়েছে পারিবারিক আবহের গল্পে নির্মিত ‘রূপালী জ্যোৎস্নায়’। নাটকটি প্রতি সপ্তাহের মঙ্গল ও বুধবার রাত ৯টা ৩৫ মিনিটে প্রদর্শিত হচ্ছে চ্যানেল আইতে।
তৌকীর আহমেদ আজ রোববার (১৬ আগস্ট) জাগো নিউজকে বলেন, ‘সময়ের উল্টো স্রোতে দাঁড়িয়ে একটি কাজ করার ইচ্ছে ছিলো। সেটিই এই ‘রূপালী জ্যোৎস্নায়’। গেল কয়েক বছর ধরেই দর্শকের অভিযোগ ছিলো নাটক থেকে পরিবার হারিয়ে গেছে, পারিবারিক ক্রাইসিস-আনন্দগুলো আর দেখা যায় না। একটা সময় বিটিভিতে যা নিয়মিত ছিলো ধারাবাহিকগুলোতে। সেই ভাবনা থেকেই গত বছর এই নাটকের পরিকল্পনা করেছিলাম।
অবশেষে ৫২ পর্বে ‘রূপালী জ্যোৎস্নায়’ বানিয়েছি। এখানে দর্শকের প্রত্যাশা অনুযায়ী বাবা-মা, ভাইবোন, বন্ধু-স্বজনদের নিয়ে পারিবারিক আমেজ ফুটিয়ে তোলা হয়েছে। এবং এটাও বলতে চাই যে নাটকটি মাত্র দশ পর্ব প্রচারের মধ্য দিয়েই খুব ভালো আলোড়ন তৈরি করেছে দর্শকের মধ্যে।’
Advertisement
‘চ্যানেল কর্তৃপক্ষ থেকে দর্শক; সবাই নাটকটি পছন্দ করেছেন এটাই আমার কাছে ভালো লাগার বিষয়। আগামীতেও এমন নাটক নির্মাণের অনুপ্রেরণা পেলাম’- যোগ করেন ‘দারুচিনি দ্বীপ’খ্যাত এই নির্মাতা।
তৌকীর আহমেদ এ নাটকের চিত্রনাট্য ও পরিচালনা করলেও অভিনয় করেননি এখানে। তিনি জানান, নাটকটিতে আবুল হায়াত, দিলারা জামান, রওনক হাসান, তানজিকা আমিন, শ্যামল মওলা, শবনম ফারিয়া, তাসনুভা তিশাসহ আরও অনেক তারকাশিল্পীরা অভিনয় করেছেন। নিজের অভিনয় প্রসঙ্গে জানতে চাইলে তিনি সহাস্য জবাব দেন, ‘এখন পর্যন্ত তো আমার প্রবেশ ঘটেনি। ভবিষ্যতে গল্প যদি ভালো কোনো চরিত্রকে সাপোর্ট দেয় তাহলে অভিনয় করতেও পারি। আপাতত এমন কোনো পরিকল্পনা নেই।
গল্প যেভাবে এগিয়ে চলেছে এবং যে চরিত্রগুলো রয়েছে সেগুলো পারফেক্ট। অভিনয় তো অনেক করেছি। এবার নির্মাণের জায়গা থেকে নিজের ইচ্ছেগুলো পূরণ করতে চাই। দর্শক প্রত্যাশা করেন এমন কাজগুলো করতে চাই।’
‘রূপালী জ্যোৎস্নায়’ আপাতত ৫২ পর্বের নাটক। তবে এটি ভবিষ্যতে আরও দীর্ঘ হতে পারে। সে নিয়েই ভাবনা-পরিকল্পনা করছেন তৌকীর আহমেদ। আর সাম্প্রতিক ব্যস্ততা সম্পর্কে জানান, ‘এই মুহূর্তে তো করোনার জন্য সবই স্থবির প্রায়। কোনো কাজই শুরু করা যাচ্ছে না। দুরন্ত টিভির জন্য একটি ধারাবাহিক নির্মাণ করবো। কথা ছিলো এপ্রিলে এর শুটিং হবে। কিন্তু করোনার কারণে সেটা আর হয়নি। যেহেতু শিশুদের নিয়ে কাজ করতে হবে তাই এই মুহূর্তে ঝুঁকি নেয়া যাবে না। পরিস্থিতি স্বাভাবিক হলে শুরু করবো এটি।
Advertisement
এছাড়া একটি চলচ্চিত্রের কাজ গুছিয়েছি। চলতি বছরই শুটিং শুরু করতে চাই। ছবিটির নাম ও শিল্পী নিয়ে এখনই কিছু বলবো না। কিছুদিন সময় লাগবে।’
এদিকে প্রখ্যাত চলচ্চিত্রকার শ্যাম বেনেগাল পরিচালিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বায়োপিকে হোসেন শহীদ সোহরাওয়ার্দীর চরিত্রে অভিনয়ের জন্য নির্বাচিত হয়েছেন তৌকীর আহমেদ। এ ছবির কাজও আপাতত করোনার কারণে স্থগিত রয়েছে বলে জানান এ অভিনেতা। তিনি বলেন, ‘আসলে করোনা পরিস্থিতি যে কোনদিকে যাচ্ছে কিছুই বোঝা যাচ্ছে না। এই দেখছি সবকিছুই স্বাভাবিক। লোকজন সেই আগের মতো ঘরের বাইরে ঘুরছে, ফিরছে। অফিস চলছে। ব্যবসা চলছে। আবার রোজ রোজ হাজার হাজার মানুষ করোনায় আক্রান্তও হচ্ছে। মারাও যাচ্ছেন প্রতিদিন অনেকে।
করোনা সারা বিশ্বের চেহারাটাই রুক্ষ ও বিস্ময়কর তুলেছে। এমন অবস্থায় সবকিছুই আসলে ঝুঁকির মধ্যে করতে হচ্ছে। কবে কখন সব স্বাভাবিক হবে বলা মুশকিল। বঙ্গবন্ধুর জীবনী নিয়ে শ্যাম বেনেগালের ছবিটিও করোনার শিকার। আপাতত কোনো আপডেট নেই।’
২০০৪ সালে মুক্তিপ্রাপ্ত ‘জয়যাত্রা’ সিনেমার পরিচালক হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত তৌকীর আহমেদের সর্বশেষ সিনেমা মুক্তি পেয়েছে ২০১৯ সালে। ভাষা আন্দোলনের গল্পে ‘ফাগুন হাওয়ায়’ নামের সে ছবিতে জুটি বেঁধে দর্শক মুগ্ধ করেছেন সিয়াম আহমেদ ও নুসরাত ইমরোজ তিশা।
এলএ/এমএস