ভারতের ক্রিকেটে আসা করোনাভাইরাসের থাবা এবার পড়েছে দেশটির সাবেক ওপেনার ও বর্তমানে ক্রিকেট সংগঠক চেতান চৌহানের ওপর। গত মাসে তিনি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন কিন্তু এখনও সুস্থ হতে পারেননি। উল্টো আরও অন্যান্য শারীরিক সমস্যার কারণে এখন আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন ৭৩ বছর বয়সী চেতান।
Advertisement
গত ১২ জুলাই প্রথমবারের মতো করোনাভাইরাসে আক্রান্ত হন চেতান। তখন তাকে লখনৌয়ের সঞ্জয় গান্ধী পিজিআই হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু সেখানে অবস্থার তেমন উন্নতি না হওয়ায় গুরুগ্রামের মেদান্তা হাসপাতালে স্থানান্তরিত করা হয়। গত শুক্রবার (১৪ আগস্ট) রাত থেকে শারীরিক অবস্থার আশঙ্কাজনক অবনতি ঘটতে শুরু করেছে চেতানের।
ক্রিকেটের বাইরে উত্তর প্রদেশের প্রাদেশিক সরকারের কেবিনেট মন্ত্রী চেতান চৌহান। শুক্রবার রাতে অবস্থার খারাপ হতে শুরু করে শনিবার সকালে কিডনি ফেইলিউর হয় তার। পরে ধীরে ধীরে অকেজো হতে থাকে শরীরের আরও কিছু অঙ্গপ্রত্যঙ্গ। যার ফলে এখন বাধ্য হয়েই তাকে রাখা হয়েছে লাইফ সাপোর্টে।
দিল্লি এন্ড ডিস্ট্রিক্ট অ্যাসোসিয়েশনের (ডিডিসিএ) এক কর্মকর্তা চেতানের সবশেষ অবস্থা সম্পর্কে জানিয়ে প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়াকে (পিটিআই) বলেছেন, ‘শনিবার সকালে প্রথম কিডনি ফেইলিউর দেখা দেয় চেতানের। পরে ধীরে ধীরে শরীরে আরও সমস্যার দেখা দেয়। বর্তমানে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। আমরা দোয়া করছি সে যেন এবারের যুদ্ধটি জিতে যায়।’
Advertisement
খেলোয়াড়ি জীবন থেকে অবসরের পর ভারতীয় ক্রিকেট দলের অস্ট্রেলিয়া সফরে ম্যানেজারের দায়িত্ব পালন করেছেন চেতান। এরপর প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট, সেক্রেটারি এবং চিফ সিলেক্টরসহ বিভিন্ন পদে দীর্ঘদিন ডিডিসিএ’র সেবা করে গেছেন এ বর্ষীয়ান ক্রিকেট সংগঠক।
আন্তর্জাতিক ক্রিকেটে ভারতের হয়ে ১২ বছর খেলেছেন চেতান। সুনিল গাভাস্কারের সঙ্গে মিলে ভারতকে এনে দিয়েছেন ১২টি শতরানের জুটি। নিজের খেলা ৪০ টেস্টে ১৬ হাফসেঞ্চুরিতে করেছেন ২০৮৪ রান। এছাড়া ৭ ওয়ানডে খেলে করেছিলেন ১৫৩ রান। এর বাইরে ২টি উইকেটও রয়েছে চেতানের ঝুলিতে।
খেলা ছাড়ার পর ১৯৯১ এবং ১৯৯৮ সালে দুইবার উত্তর প্রদেশের আমরোহা আসন থেকে লোকসভা নির্বাচনে জয়লাভ করেছেন চেতান। তারও আগে ১৯৮১ সালে তিনি পেয়েছিলেন সম্মানজনক অর্জুনা পুরস্কার।
এসএএস/এমএস
Advertisement