আন্তর্জাতিক

মিয়ানমারে নির্বাচনী মিছিলে হামলা

মিয়ানমারের গনতন্ত্রীপন্থি নেত্রী অং সান সু চির নেতৃত্বাধীন  ন্যাশনাল লিগ ফর ডেমক্রেসির (এনএলডি) নির্বাচনী মিছিলে ছুরি ও তলোয়ার দিয়ে হামলা চালানো হয়েছে। দেশটিতে অনুষ্ঠিতব্য ঐতিহাসিক নির্বাচনের মাত্র এক সপ্তাহ আগে এই ঘটনা ঘটল। খবর বিবিসি। খবরে বলছে,  ইয়াঙ্গুনে ন্যাশনাল লিগ ফর ডেমক্রেসির (এনএলডি) মিছিলে এই হামলাটি চালানো হয়।এতে ওই অঞ্চলের এনএলডির প্রার্থী ও বর্তমান আইনপ্রণেতা (এমপি) আহত হন। তার মাথায় ও হাতে আঘাত লেগেছে। পরে তাকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে।প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার থাকেতা পৌর এলাকায় এনএলডির ওই মিছিলে বেশ কয়েকজন মানুষ হামলা চালায়। তাদের কারো কারো হাতে তলোয়ার ছিল।  এ নির্বাচনী মিছিল বন্ধ করার জন্য আগে থেকেই হুমকি দেয়া হয়েছিল। কিন্তু তা উপেক্ষা করেই মিছিলটি বের করা হয়। উল্লেখ্য, ২৫ বছরের মধ্যে দেশটিতে প্রথমবারের মতো অবাধ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে ৮ নভেম্বর। এনএলডি অধিকাংশ আসনে জয়ী হবে বলে ধারণা করা হচ্ছে। এনএলডি এ নির্বাচনে বিজয়ী হলে সু চি সরকারে নেতৃত্ব দেবেন বলে ঘোষণা দিয়েছেন। অবশ্য দেশটির পরিবর্তিত সংবিধান অনুযায়ী সু চির প্রেসিডেন্ট হওয়ার পথটি ঠিক পরিষ্কার নয়। কারণ তার দুই ছেলেই বিদেশি নাগরিক। আর সংবিধান অনুযায়ী কারো পরিবারের কেউ বিদেশি নাগরিক হলে বা থাকলে তিনি রাষ্ট্র এবং সরকার প্রধান হতে পারবেন না।এএইচ/এমএম

Advertisement