জাতীয়

বঙ্গবন্ধুর স্মরণে পিলখানায় বিশেষ মোনাজাত

জাতীয় শোক দিবস ও স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদর দফতর পিলখানায় বিশেষ মোনাজাত ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

Advertisement

শোক দিবস উপলক্ষে বিজিবি সদর দফতরসহ সকল রিজিয়ন, প্রতিষ্ঠান, সেক্টর ও ইউনিটসমূহের মসজিদে খতমে কোরআনের আয়োজন করা হয়।

বিজিবির সকল সদস্যের উপস্থিতিতে আসরের নামাজের পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ নিহত পরিবারের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরিফুল ইসলাম জানান, জাতীয় শোক দিবস উপলক্ষে বিজিবির সকল স্থাপনায় জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়।

Advertisement

বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধকল্পে স্বাস্থ্যবিধি অনুসরণ পূর্বক সামাজিক দূরত্ব রক্ষা নিশ্চিতকরণের জন্য যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্য পরিবেশে সংক্ষিপ্ত অনুষ্ঠানসূচি পালিত হয়।

দিবসটি উপলক্ষে বিজিবি সদর দফতর পিলখানাস্থ ইউনিটসহ সকল রিজিয়ন, প্রতিষ্ঠান, সেক্টর ও ইউনিটে কর্মরত সদস্যদেরকে স্থানীয় ডিশ চ্যানেলের মাধ্যমে ‘বাংলাদেশ মিলিটারি একাডেমির ১ম শিক্ষা সমাপনী অনুষ্ঠানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রদত্ত ভাষণ’ এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনীর উপর নির্মিত বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনীমূলক প্রামাণ্যচিত্র ‘অসমাপ্ত মহাকাব্য’ প্রদর্শন করা হয়।

জেইউ/এমআরএম/জেআইএম

Advertisement