ক্যাম্পাস

ইসলামিক পোশাক পরিধানে বাধা দেওয়ার শিক্ষার্থীদের মানববন্ধন

শিক্ষার্থীদের ইসলামিক পোশাক (বোরকা, নেকাব, পাঞ্জাবী, পায়জামা, টুপি, পাগড়ী) পরিধানে বাধা দেয়ায় মানববন্ধন করেছে  ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজী’র (আইইউবিএটি) শিক্ষার্থীরা। শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে তারা এ মানববন্ধন করে।  শিক্ষার্থীরা জানান, বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ড. এম. আলিমুল্লা মিয়ান চলতি বছরের ২৫ অক্টোবর এক বিজ্ঞপ্তির মাধ্যমে ক্যাম্পাসে ইসলামি পোশাক নিষিদ্ধ ঘোষণা করেন। এর পর থেকে মেয়েদের প্রেজেন্টেশনে প্যান্ট-শার্ট পরতে বাধ্য করা হচ্ছে। এছাড়া বিজ্ঞপ্তি প্রকাশের পর থেকেই ইসলামী পোশাক পরিহিত শিক্ষার্থীদের ক্লাশ থেকে বের করে দেওয়া হচ্ছে। এমনকি প্রধান গেইটে শিক্ষার্থীদের প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।শিক্ষার্থীরা লাইব্রেরী, সেমিনার কক্ষ, ল্যাব ও কনফারেন্স রুমও ব্যবহার করতে পারছে না।শিক্ষার্থীরা বলেন, ভিসির এমন সিদ্ধান্ত আমরা বিচলিত। ভিসির এমন সিদ্ধান্তের প্রতিবাদে শুরু থেকেই আমরা প্রতিবাদ করে আসছি। মানববন্ধনে আইইউবিএটির শিক্ষার্থী ছাড়াও বুয়েট, ইউটিএস, অতিশ দিপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, এশিয়ান ইউনিভার্সিটিসহ সরকারী ও বেসরকারী বিশ্বাবদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেয়।  এএস/এএইচ/এমএম

Advertisement