কাতারে বাংলাদেশ দূতাবাসে যথাযোগ্য মর্যাদায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। সকাল ৯টায় দেশটির রাজধানী দোহা আল হেলাল বাংলাদেশ দূতাবাসে জাতীয় সংগীতের সুরে সুরে পতাকা উত্তোলনের মাধ্যমে এ দিবসের কর্মসূচি শুরু হয়।
Advertisement
এরপর বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন রাষ্ট্রদূত। পরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়, রাষ্ট্রদূত আসুদ আহমেদের সভাপতিত্বে ও ৩য় সচিব এ কে এম মনিরুজ্জামান চৌধুরীর পরিচালনা। আলোচনায় অংশ নেন, শ্রম কাউন্সিলর ড. মোহাম্মদ মুস্তাফিজুর রহমান, শ্রম কাউন্সিলর মোহাম্মদ রবিউল ইসলাম, পাসপোর্ট ও ভিসা বিভাগের কাউন্সিলর মোহাম্মদ নাজমুল হাসান, প্রথম সচিব ও দূতালয় প্রধান মোহাম্মদ মাহবুব রহমান।
অনুষ্ঠানে করোনার কারণে সামাজিক দূরত্ব বজায় রেখে কাতার আওয়ামী লীগ ও আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতারাসহ বাংলাদেশ কমিউনিটির নেতাকর্মী ও সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।
এ সময় বক্তারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত পলাতক খুনিদের দেশে ফিরিয়ে এনে রায় কার্যকর করার দাবি জানান। অনুষ্ঠান শেষে ১৫ আগস্টের নিহতদের রুহের মাগফিরাত ও শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
Advertisement
এমআরএম/জেআইএম