জাতীয়

প্লেন ভ্রমণে কাল থেকে দিতে হবে বাড়তি ফি

বাংলাদেশের বিমানবন্দর ব্যবহার করে অভ্যন্তরীণ ফ্লাইটে বা বিদেশে গেলে যাত্রী নিরাপত্তা ও বিমানবন্দর উন্নয়ন ফি দিতে হবে যাত্রীদের। ২২ জুলাই বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) জারি করা প্রজ্ঞাপনটি রোববার (১৬ আগস্ট) থেকে কার্যকর করা হবে।

Advertisement

শনিবার (১৫ আগস্ট) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন তৌহিদ-উল- আহসান জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

বেবিচকের পরিচালক (অর্থ) মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন জানান, আদেশ অনুযায়ী কাল থেকে সার্কভুক্ত দেশ ভ্রমণের ক্ষেত্রে বিমানবন্দর উন্নয়ন ফি দিতে হবে ৫ মার্কিন ডলার (প্রায় ৪২০ টাকা) এবং যাত্রী নিরাপত্তা ফি ৬ মার্কিন ডলার (প্রায় ৫০০ টাকা)। সার্কভুক্ত ছাড়া অন্য দেশের ক্ষেত্রে বিমানবন্দর উন্নয়ন ফি দিতে হবে ১০ ডলার (প্রায় ৮৫০ টাকা) এবং এবং যাত্রী নিরাপত্তা ফি দিতে হবে ১০ ডলার।

এছাড়াও দেশের অভ্যন্তরে যাত্রীদের প্রতিবার ভ্রমণে বিমানবন্দর উন্নয়ন ফি দিতে হবে ১০০ টাকা এবং যাত্রী নিরাপত্তা ফি দিতে হবে ৭০ টাকা।

Advertisement

যাত্রীকে প্লেনের টিকেট কেনার সঙ্গে এয়ারলাইন্স কোম্পানিকে এই টাকা পরিশোধ করতে হবে। ফলে বাড়বে বিমান ভাড়া।

এআর/এফআর/এমএস