নারায়ণগঞ্জ জেলা জাতীয় পার্টির আহ্বায়ক ও জেলা পরিষদের নির্বাচিত সদস্য আবু জাহের করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শুক্রবার (১৪ আগস্ট) দিবাগত রাত ২টার দিকে রাজধানীর আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
Advertisement
বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শুক্লা সরকার আবু জাহেরের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
আবু জাহেরের মৃত্যুতে নারায়ণগঞ্জে জাতীয় পার্টির নেতাকর্মী ও সমর্থকদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। শনিবার (১৫ আগস্ট) দুপুর ২টায় আবু জাহেরের জানাজা নাসিম ওসমান মডেল হাই স্কুল মাঠে অনুষ্ঠিত হবে।
নেতাকর্মীরা বলেন, আবু জাহেরের মৃত্যুতে আমরা একজন অভিভাবককে হারালাম। নারায়ণগঞ্জ ও বন্দরবাসী হারাল একজন সমাজসেবককে। তার মৃত্যুতে নারায়ণগঞ্জ জেলা জাতীয় পার্টির মধ্যে যে শূন্যতা সৃষ্টি হলো তা অপূরণীয়। আমরা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করি এবং তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই।
Advertisement
শাহাদাত হোসেন/আরএআর/এমএস