আলাউদ্দিন হোসেন
Advertisement
বঙ্গবন্ধু
তুমি অমর তুমি যোদ্ধাবীর বাঙালি প্রাণেবীরের দেশে বিজয় নিশানউড়বে তোমার ঘ্রাণে।
তুমি শক্তি তুমি ভক্তিঅকুতোভয় যোদ্ধামনেপ্রাণে বাঙালি জাতিকরে যাবে শ্রদ্ধা।
Advertisement
বীর বীরত্বের শ্রেষ্ঠ বাঙালিঅমরত্বের কায়াকোটি বাঙালির হৃদয়জুড়েহাসবে তোমার ছায়া।
চির অমর
তুমি অমর চির অমরবাংলা দেহ ঘ্রাণে সবুজ-শ্যামল লাল বৃত্তকোটি বাঙালি প্রাণে।
জনম জনম বাংলাজুড়েথাকবে অমর নামইতিহাসের পাতায় রবেবীর বীরত্বের দাম।
Advertisement
তুমি অমর চির অমরসবুজ মাঝে লাল তাজা রক্তে কেনা পতাকাউড়বে চিরকাল।
চিরঞ্জীব
যেখানে পড়েছে পায়ের চিহ্নসেখানে জ্বলছে আলোতোমার মনের শুভ্রতা পেয়েমুছে গেছে সব কালো।
তোমার ডাকে সারা দিয়েলক্ষ বাঙালির ত্যাগলাল সবুজের ঘ্রাণ কুড়াতেকোটি বাঙালি এক।
তুমি অমর চির অমরচিরঞ্জীব বাংলাতোমার স্থান কোটি বাঙালিরহৃদয় জানালা।
লেখক: শিক্ষার্থী (এমবিএ), সরকারি এডওয়ার্ড বিশ্ববিদ্যালয় কলেজ, পাবনা।
এসইউ/এএ/এমএস