দেশজুড়ে

কোম্পানীগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুবক খুন

সিলেটের কোম্পানীগঞ্জের ভোলাগঞ্জ পাথর কোয়ারিতে সরকারি খাস জমির দখল নিয়ে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ সময় অন্তত আরো ১৫ জন আহত হয়েছেন। শুক্রবার সকালে এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত ছোটন (২৫) উপজেলার ভোলাগঞ্জ গ্রামের বাসিন্দা।প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলার ধলাই সেতুর উজানে সরকারি খাস জমিতে বোমা মেশিন দিয়ে পাথর উত্তোলনকে কেন্দ্র করে ভোলাগঞ্জ গ্রামের দুলা মেম্বার এবং উত্তর কলাবাড়ি গ্রামের শাহাবউদ্দিন-আলিম উদ্দিন গ্রুপের বিরোধ চলছিল। আর এরই জের ধরে সকাল সাড়ে সাড়ে ৮টার দিকে জমি দখলকে কেন্দ্র করে দুই পক্ষ দেশিয় অস্ত্র-শস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষে ছোটন মিয়া নিহত হন। কোম্পানীগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) রুহুল আমিন জানান, সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ-বিজিবি পাঠানো হয়েছে। পরে তাদের উপস্থিতি লক্ষ্য করে সংশ্লিষ্টরা পালিয়ে গেছেন। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছে। তবে নিহতের বিষয়ে খোঁজ খবর নেয়া হচ্ছে। ঘটনার পর পুলিশ ওই এলাকায় সাঁড়াশি অভিযান শুরু করেছে।ছামির মাহমুদ/এআরএ/এমএম

Advertisement