রাজনীতি

মির্জা ফখরুলের শাহজালাল মাজারে জুম্মার নামাজ আদায়

মাত্র কয়েক ঘণ্টার সফরে সিলেট এসে পৌঁছেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার দুপুর সাড়ে ১২টায় নভো এয়ারের একটি ফ্লাইটে তিনি এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। তার সঙ্গে স্ত্রী রাহাত আরা বেগমও রয়েছেন।ওসমানী বিমানবন্দরে মির্জা ফখরুলকে ফুল দিয়ে স্বাগত জানান, জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট নুরুল হক, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাবেক পিপি অ্যাডভোকেট আবদুল গফ্ফার, মহানগর বিএনপির সাবেক সভাপতি এমএ হক, মহানগর বিএনপির আহবায়ক ডা. শাহরিয়ার হোসাইন চৌধুরী, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরী, মহবুব চৌধুরী, সিলেট সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র রেজাউল হাসান কয়েস লোদী ও কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সভাপতি আবদুল আহাদ খান জামাল প্রমুখ।সূত্র জানায়, বিমানবন্দর থেকে সোজা মির্জা ফখরুল হযরত শাহজালাল (র.) মাজারে পৌঁছেন। সেখানে জুমার নামাজ আদায় ও মাজার জিয়ারত করেন। পরে তিনি শাহপরাণ (রহ.) মাজার জিয়ারত করেন। বিএনপির ভাইস চেয়ারম্যান সিলেটের শমসের মবিনের পদত্যাগের একদিন পরদিন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের এই সফরকে ’তাৎপর্যপূর্ণ’ বলে মনে করা হচ্ছে।মধ্যাহৃ ভোজের পর নগরের হোটেল হলিসাইডে সিলেট বিএনপির শীর্ষ পর্যায়ের কয়েকজন নেতার সঙ্গে মতবিনিময় করেন মির্জা আলমগীর। আনুষ্ঠানিকতা শেষে বিকেলেই তিনি ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন।     ছামির মাহমুদ/এমজেড/এমএম

Advertisement