জাতীয়

সীসাযুক্ত রং উৎপাদন নিষিদ্ধের দাবি

সকল প্রকার রং উৎপাদনে সীসার ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধের দাবি জানিয়েছেন এনভায়ারনমেন্ট অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (এসডো)। শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধন ও র‌্যালিতে এ দাবি জানানো হয়।মানববন্ধনে বক্তারা বলেন, ২০১৩ সাল থেকে বাংলাদেশ পেইন্টস ম্যানুফ্যাকচারার অ্যাসোসিয়েশন রংয়ে সীসার ব্যবহার বন্ধে একাত্মতা প্রকাশ করে। সম্প্রতি কিছু বড় ও মাঝারি রং কোম্পানি সীসামুক্ত রং বাজারজাত করা শুরু করেছে। রংয়ে ব্যবহৃত সীসার ক্ষতিকর প্রভাবের ব্যাপারে গণসচেতনতা বাড়াতে এসডো বিভিন্ন ধরনের তথ্য শিক্ষা ও যোগাযোগ উপকরণ তৈরি ও বিতরণ করছে।এসডোর পলিসি এডভোকেসির ফলে শিগগিরই বিএসটিআই বাংলাদেশে আমদানি ও বিক্রিত রংয়ে সর্বোচ্চ গ্রহণযোগ্য ৫০ পিপিএম নির্ধারণের সিদ্ধান্ত নিয়েছে বলেও জানান বক্তরা।এ সময় এসডোর সেক্রেটারী জেনারেল শাহরিয়া হোসেন রংয়ে সীসার ব্যাপক ব্যবহারে উদ্বেগ প্রকাশ করে এসডোর উদ্যেগকে স্বাগত জানান। পাশাপাশি একটি সুস্থ ও নিরাপদ পরিবেশ গড়ে তুলতে সকলকে এগিয়ে আসতে আহ্বান জানান তিনি।র‌্যালিটি প্রেসক্লাবের সামনে থেকে বের হয়ে শিশু একাডেমির সামনে গিয়ে শেষ হয়। এ সময় সীসাযুক্ত রং সম্পর্কিত জনসচেতনতামূলক বিভিন্ন তথ্য সংবলিত লিফলেট, পোস্টার বিতরণ করেন তারা। বিশ্বব্যাপী রংয়ে সীসা দূষণ প্রতিরোধ সপ্তাহ` উদযাপন উপলক্ষে আয়োজিত এ মানববন্ধন ও র্যালি পরিচালনা করেন এসডোর সেক্রেটারী জেনারেল শাহরিয়া হোসেন।এএস/আরএস/এমজেড

Advertisement