মালয়েশিয়ায় অবৈধ অভিবাসীদের কর্মক্ষেত্র কমে যাওয়ার সুযোগ নিয়ে জাল পাসপোর্ট, ভিসা তৈরি করে সরবরাহ করার অভিযোগে দুই বাংলাদেশিসহ তিন জনকে আটক করেছে ইমিগ্রেশন বিভাগ।
Advertisement
১৪ আগস্ট দেশটির অভিবাসন বিভাগের মহাপরিচালক দাতুক খায়রুল দাজাইমি দাউদ সাংবাদিকদের বলেন, প্রকৃতপক্ষে এই সিন্ডিকেটের বেশিরভাগ গ্রাহকরা মালয়েশিয়ায় চাকরি পাওয়া আরও সহজ করার জন্য জাল ডকুমেন্টটি কেনেন। কারণ পাসপোর্ট ছাড়া দেশটিতে কাজের সুযোগ নেই। এ ধরনের যেন কাজ যেন ভবিষ্যতে না চলে সেজন্য গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।
তিনি বলেন, নিয়োগকারীরা পাসপোর্ট নেই এমন বিদেশি কর্মী নিয়োগের ভয়ে ভীত হন। যার কারণে অবৈধ অভিবাসীরা জাল পাসপোর্ট, কাগজপত্র কিনে বিভিন্ন কল-কারখানায় কর্মরত রয়েছে বলে সাংবাদিকদের জানান তিনি।
এদিকে গত ১০ আগস্ট পর্যন্ত মালয়েশিয়ায় বিশেষ অভিযানে আটক ২১ হাজার ২৪১ জন অবৈধ অভিবাসীকে তাদের নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। এছাড়া দেশটির বিভিন্ন ডিটেনশন ক্যাম্পে (বন্দিশিবির) আটক আরও ১৫ হাজার ৯৫৭ জন অভিবাসী দেশে ফেরার অপেক্ষায় রয়েছেন।
Advertisement
এমআরএম/পিআর