দেশজুড়ে

নাটোরে প্রতিমা ভাঙচুরের প্রতিবাদে মানববন্ধন

নাটোরের গুরুদাসপুরে দুর্গা মন্দিরে ছয়টি প্রতিমা ভাঙচুরের ঘটনার সঙ্গে প্রকৃত জড়িতদের গ্রেফতার ও দ্রুত বিচারের দাবিতে নাটোরে মানববন্ধন ও সমাবেশ করেছে পূজা উদযাপন পরিষদ। শুক্রবার দুপুরে নাটোর প্রেসক্লাবের সামনে নাটোর জেলা পূজা উদযাপন পরিষদের ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। জেলার সকল উপজেলা ও ইউনিয়ন কমিটির সদস্যসহ হিন্দু ধর্মালম্বীরা অংশ নেন। মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় সভাপতি কাজল দেবনাথ, সাধারণ সম্পাদক ও জাতীয় প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক স্বপন কুমার সাহা, রাজশাহী বিভাগীয় নেতা অনিল কুমার দাস, সুশান্ত ঘোষ, নাটোর জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি চিত্তরঞ্জন সাহা, সাধারণ সম্পাদক নগেন্দ্র চন্দ্র রায়সহ অন্যরা। মানববন্ধনে উপস্থিত হয়ে নাটোর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শরিফুল ইসলাম রমজান একাত্মতা জানিয়ে বক্তব্য রাখেন।বক্তারা বাংলাদেশকে একটি অসাম্প্রদায়িক দেশ দাবি করে বলেন, সম্প্রতি যারা দেশে অরাজকতা সৃষ্টি করতে ষড়যন্ত্র করছেন তাদের দ্রুত বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। উল্লেখ্য, এবারের দুর্গপূজায় নাটোরের গুরুদাসপুরে একটি দুর্গা মন্দিরে প্রতিমা ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। প্রতিবাদে লাঠি হাতে ও রাস্তায় টায়ারে আগুন দিয়ে বিক্ষোভ মিছিল করে স্থানীয় হিন্দু সম্প্রদায়ের লোকজন। ২৩ অক্টোবর ভোরে উপজেলার চাঁচকৈড় বাজারের কাচারীপাড়া দুর্গা মন্দিরে এ ঘটনা ঘটে।রেজাউল হক রেজা/এমজেড

Advertisement