ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদভুক্ত ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষায় জালিয়াতির অভিযোগে এক ভর্তিচ্ছুসহ ১৩ জনকে আটক করা হয়েছে। এসময় ওই পরীক্ষার্থীর কাছ থেকে একটি ইলেক্ট্রনিক্স ডিভাইস জব্দ করা হয়। এর আগে বৃহস্পতিবার রাতে ও শুক্রবার গভীর রাতে জালিয়াতি চক্রের ১২ জনকে আটক করে গোয়েন্দা পুলিশ। শুক্রবার সকাল ১০টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত বিভিন্ন কেন্দ্রে ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এখন পর্যন্ত এই পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের কোনো অভিযোগ ওঠেনি।ভর্তি পরীক্ষা শেষে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর অধ্যাপক আমজাদ আলী সাংবাদিকদের জানান, আজ ভর্তি পরীক্ষা চলাকালে মোহাম্মদপুর মডেল স্কুল অ্যান্ড কলেজে একজনকে আটক করা হয়। তাকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাজা দেয়া হবে এবং তার সাথে কারা জড়িত তা খতিয়ে দেখা হবে। এছাড়া ১২ জনকে বৃহস্পতিবার ও শুক্রবার রাতে আটক করা হয়।তিনি আরো বলেন, বৃহস্পতিবার রাতে জালিয়াতি চক্রের এক সদস্য ভর্তিচ্ছু এক শিক্ষার্থীকে প্রশ্নপত্র দেবে বলে ৬ লক্ষ টাকার চুক্তি করে। পরে আমরা তা জানতে পেরে ফার্মগেট থেকে তাকে আটক করে ডিবি পুলিশের কাছে হস্তান্তর করি। এরপর ডিবি পুলিশ তার কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে আরও ১১ জনকে রাজধানীর বিভিন্ন জায়গা থেকে আটক করেন। তবে এদের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোন শিক্ষার্থী নেই।প্রসঙ্গত, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ৫৬টি ও ক্যাম্পাসের বাইরে ঢাকা শহরের ২০টি স্কুল-কলেজসহ মোট ৭৬টি কেন্দ্রে আজ ঢাবি’র ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ বছর ১৬৬০টি আসনের জন্য ভর্তিচ্ছু আবেদনকারীর সংখ্যা ৭১ হাজার ৩৫০ জন।এমএইচ/এআরএস/আরআইপি
Advertisement