জাতীয়

আমরণ অনশনে নন-এমপিও শিক্ষক-কর্মচারীরা

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের নিম্ন মাধ্যমিক-মাধ্যমিক বিদ্যালয়, কলেজ, কারিগরি ও মাদরাসার স্বীকৃতিপ্রাপ্ত সকল নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তির দাবিতে আমরণ অনশন কর্মসূচি পালন করছে নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারীরা। শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে তারা এ আমরণ অনশন কর্মসূচি পালন শুরু করেছেন।আমরণ অনশন কর্মসূচিতে অংশ নেয়া শিক্ষকরা জানান, এমপিভুক্ত না হওয়ার কারণে ১০ থেকে বছর যাবৎ ১৫ লক্ষাধিক শিক্ষার্থীকে পাঠদানকারী ১ লক্ষ ২০ হাজার শিক্ষক কর্মচারী বিনা বেতনে মানবেতর জীবন যাপন করছে যা অত্যন্ত কষ্টকর ও বেদনাদায়ক।তারা আরও জানান, এ সকল নন এমপিও শিক্ষক কর্মচারীদের বেতন ভাতা আদায়ের লক্ষ্যে দীর্ঘ ৫ বছর অধিক সময় নিয়মতান্ত্রিক আন্দোলন সংগ্রাম পালন করতে গিয়ে আমাদের বেশ ক`জন শিক্ষক -কর্মচারী হতাহত হয়েছে। স্বীকৃতিপ্রাপ্ত শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্তি ঝুলে থাকায় এসব নন এমপিও শিক্ষক পরিবাবার সরকারের দিকে এখনও তাকিয়ে আছে।নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী ফেডারেশন সভাপতি এশরাত আলী বলেন, অর্থবরাদ্দ না থাকার অজুহাত দেখিয়ে সরকার স্বীকৃতিপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানকে এমপিওভুক্ত করছেন না। শিক্ষামন্ত্রীর সঙ্গে দেখা করলেও আশ্বাস ছাড়া কোনো অগ্রগতি জানাতে পারেননি তিনি।

Advertisement

সংগঠনের সাংগঠনিক সম্পাদক আবু সালেহ জানান, আমাদের দাবি আদায়ে সরকারের কোনো রকম সাড়া না পাওয়ায় আমরা বাধ্য হয়ে আমরণ অনশন কর্মসূচিতে অংশ নিয়েছি। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের কর্মসূচি অব্যাহত থাকবে।আমরণ অনশন কর্মসূচিতে সংগঠনের সভাপতি এশরাত আলী, সাধারণ সম্পাদক তাপস কুমার কুন্ডুসহ নন এমপিও ভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীরা অংশ নিয়েছেন।

এএস/আরএস/আরআইপি

Advertisement