আইন-আদালত

সপ্তাহে তিন দিন চলবে ভার্চুয়াল চেম্বার জজ আদালত

করোনাভাইরাসের সংক্রমণ রোধে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের চেম্বার জজ আদালতে ভার্চুয়ালি সপ্তাহে তিন দিন (রবি, মঙ্গল ও বৃহস্পতি) বিচারকাজ পরিচালনার জন্য বিচারপতি মো. নূরুজ্জামানকে দায়িত্ব দেয়া হয়েছে।

Advertisement

বৃহস্পতিবার (১৩ আগস্ট) সুপ্রিম কোর্ট আপিল বিভাগের রেজিস্ট্রার মো. বদরুল আলম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশব্যাপী করোনার সংক্রমণ রোধকল্পে এবং শারীরিক উপস্থিতি ব্যতিরেকে পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত আদালত কর্তৃক তথ্যপ্রযুক্তি ব্যবহার শুধু ভার্চুয়াল উপস্থিতির মাধ্যমে আপিল বিভাগের বিচারকার্য পরিচালনা করা হবে। এজন্য প্রধান বিচারপতির অনুমোদনক্রমে আপিল বিভাগের বিচারপতি মো. নূরুজ্জামানকে মনোনয়নপূর্বক গত ৩১ মে বিজ্ঞপ্তি প্রচার করা হয়।

এতে আরও বলা হয়েছে, বিচারপতি নূরুজ্জামান ১৬ আগস্ট থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সপ্তাহের প্রতি রবি, মঙ্গল ও বৃহস্পতিবার দুপুর ২টা ৩০ মিনিট থেকে তথ্যপ্রযুক্তি ব্যবহার করে শুধু ভার্চুয়াল উপস্থিতির মাধ্যমে আপিল বিভাগের চেম্বার কোর্টে শুনানি গ্রহণ করবেন।

Advertisement

এফএইচ/এমএসএইচ/জেআইএম