স্বাস্থ্য

করোনা চিকিৎসায় বিএসএমএমইউতে ৪টি আধুনিক বেড দিলেন সেনাপ্রধান

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) করোনা সেন্টারে চিকিৎসাধীন রোগীদের জন্য আধুনিক প্রযুক্তিসমৃদ্ধ চারটি নেগেটিভ প্রেশার আইসোলেশন ক্যানোপি করোনা বেড প্রদান করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ।

Advertisement

বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়ার কাছে বেডগুলো হস্তান্তর করা হয়।

এ সময় বিএসএমএমইউ’র অ্যানেসথেসিয়া, অ্যানালজেশিয়া অ্যান্ড ইনটেনসিভ কেয়ার মেডিসিন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. এ কে এম আখতারুজ্জামান উপস্থিত ছিলেন। এ নেগেটিভ প্রেশার আইসোলেশন ক্যানোপি হাসপাতালের আইসিইউতে ব্যবহার করা হবে। কোভিড রোগীদের চিকিৎসা প্রদান করার সময় ভাইরাসটি যাতে ছড়িয়ে না পড়ে সে জন্য এ ধরনের বেড ব্যবহার করা হবে।

মূলত এ ধরনের নেগেটিভ প্রেশার আইসোলেশন ক্যানোপি করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের জন্য আধুনিক চিকিৎসাসেবা প্রদানে যেমন সহায়ক, একই সঙ্গে রোগী ও চিকিৎসক-নার্সদের জন্য নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Advertisement

উপাচার্য বলেন, এভাবে দেশের বিভিন্ন বাহিনী, প্রতিষ্ঠান ও সমাজের দানশীল ব্যক্তিরা এগিয়ে এলে করোনাভাইরাসের বিরুদ্ধে চলমান যুদ্ধে জয়ী হওয়া সম্ভব হবে।

এমইউ/এফআর/পিআর