ভারতের প্রথম সারির ক্রিকেটারদের মধ্যে করুন নায়ারই প্রথম করোনা পজিটিভ হন। তবে স্বস্তির খবর হলো, দেশের হয়ে ট্রিপল সেঞ্চুরি করে নাম কামানো এই ব্যাটসম্যান হারিয়ে দিয়েছেন করোনাকে।
Advertisement
সামনে আইপিএল। কিংস ইলেভেন পাঞ্জাবের এই ব্যাটসম্যান আগেভাগেই সেরে ওঠায় আগামী সপ্তাহে দলের সঙ্গে সংযুক্ত আরব আমিরাতের বিমানে চড়তে পারবেন।
গত ৮ আগস্ট করোনা নেগেটিভ হয়েছেন করুন। তার আগে দুই সপ্তাহ আইসোলেশনে ছিলেন। এখন সম্পূর্ণ সুস্থ। তবে কিংস ইলেভেন পাঞ্জাবের ম্যানেজম্যান্টের নিয়ম অনুসারে, আরব আমিরাতের বিমান ধরার আগে আরও তিনবার টেস্ট করাতে হবে করুনকে।
ওই টেস্টগুলোতে নিজেকে করোনা নেগেটিভ প্রমাণ করতে পারলেই তবে ছাড়পত্র মিলবে। ২০ আগস্ট চার্টার ফ্লাইটে করে ব্যাঙ্গালুরু থেকে ছোট একটি দল যাওয়ার কথা আরব আমিরাতে।
Advertisement
২০১৮ এবং ২০১৯ আইপিএলে পাঞ্জাবের হয়ে ১৪টি ম্যাচ খেলেছেন করুন। ফ্র্যাঞ্চাইজি এই আসরে দুই ফিফটি এবং ১৩৪.৮০ স্ট্রাইকরেটে ৩০৬ রান করেছেন তিনি।
ভারতের জাতীয় দলে করুন নায়ারের পরিচিতিটা হয়েছে ট্রিপল সেঞ্চুরির মাধ্যমে। ৬ টেস্টের ক্যারিয়ারে একটিই সেঞ্চুরি এবং সেটি ট্রিপল। ২০১৬ সালের ডিসেম্বরে চেন্নাইতে ইংল্যান্ডের বিপক্ষে হার না মানা ৩০৩ রানের ইনিংস খেলেন করুন।
তবে ভারতের মতো দলে যা হয় আর কি! কয়েকটি ইনিংসে ব্যর্থ হওয়ার পর ২০১৭ সালের মার্চ মাসে জায়গা হারান। আর টেস্ট দলের জার্সি গায়ে তুলতে পারেননি।
এমএমআর/জেআইএম
Advertisement