ফিচার

আজকের ধাঁধা : ৩০ অক্টোবর ২০১৫

১. একটা মোরগ খোঁয়াড়ে গিয়ে দেখল, সেখানে দুটি তাজা বোমা রাখা। তখন সে কীভাবে ওই খোঁয়াড়ে ডিম পাড়বে?উত্তর : মোরগ ডিম পাড়ে না২. পাঁচ অক্ষরের একটি রাষ্ট্রের নাম। মাঝের অক্ষর বাদ দিলে দুটি ফলের নাম হয়। প্রথম ২টি এবং শেষের অক্ষর বাদ দিলে একজন রাষ্ট্রপতির নাম হয়। বলেন তো রাষ্ট্রটির নাম কি?উত্তর : বেলজিয়াম৩. গাছে নাই, পাতায় নাইফুলে আছে, ফলে আছে। উত্তর : ল বর্ণ৪. রাজধানী ঢাকার মহাখালী রেললাইনের ফিশপ্লেট তুলে ফেলা হয়েছে। কিন্তু কিছুক্ষণ পর দেখা গেল সেই জায়গা দিয়ে ট্রেন চলে গেল, কোনো দুর্ঘটনা ঘটল না। কীভাবে হলো?উত্তর : ট্রেন আসার আগেই রেললাইন মেরামত করা হয়েছিল।এআরএস/আরআইপি

Advertisement