স্বাস্থ্য

করোনা শনাক্তে যুক্ত হলো আরও একটি ল্যাব

করোনা শনাক্তে যুক্ত হলো আরও একটি ল্যাব

করোনাভাইরাস শনাক্তে সরকারি পর্যায়ে নতুন আরও একটি পরীক্ষাগার চালু হয়েছে। এটি স্থাপন করা হয়েছে রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে। এ নিয়ে সরকারি-বেসরকারি পর্যায়ে দেশে মোট করোনা পরীক্ষার ল্যাবের সংখ্যা দাঁড়াল ৮৭টিতে।

Advertisement

বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ৮৭টি ল্যাবরেটরিতে ১২ হাজার ৮৯২টি নমুনা সংগ্রহ এবং ১৩ হাজার ১৬২টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষা করা হলো ১৩ লাখ ১৫ হাজার ৯০১টি। মোট করোনা শনাক্ত হয়েছে দুই হাজার ৬১৭ জনের। ফলে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ২ লাখ ৬৯ হাজার ১১৫ জনে। এদিকে করোনায় মৃতের সংখ্যা বেড়ে ৩ হাজার ৫৭৭ জনে দাঁড়িয়েছে।

এমইউ/এমএসএইচ/পিআর

Advertisement