দেশের ৮ বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত মোট এক হাজার ৭৮২ রোগী সুস্থ হয়ে উঠেছেন। এ পর্যন্ত সুস্থ করোনা রোগীর সংখ্যা ১ লাখ ৫৪ হাজার ৮৭১ জন। রোগী শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৫৭ দশমিক ৫৫ শতাংশ।
Advertisement
বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদফতর সূত্রে জানা গেছে, দেশের ৮ বিভাগের মধ্যে ঢাকা বিভাগে ৫৪১ জন, চট্টগ্রাম বিভাগের ৪০০ জন, রংপুর বিভাগে ১৩৫ জন, খুলনা বিভাগে ২৯৫ জন, বরিশাল বিভাগে ৯৯ জন, রাজশাহী বিভাগে ২১০ জন, সিলেট বিভাগে ৬০ জন এবং ময়মনসিংহ বিভাগে ৪২ জন সুস্থ হয়েছেন।
উল্লেখ্য, করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় ১৩ হাজার ১৬২টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষা করা হলো ১৩ লাখ ১৫ হাজার ৯০১টি। গত ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত হয়েছেন আরও ২ হাজার ৬১৭ জন। ফলে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ২ লাখ ৬৯ হাজার ১১৫ জনে। এদিকে করোনায় মোট ৩ হাজার ৫৭৭ জনের মৃত্যু হয়েছে।
এমইউ/এমএসএইচ/জেআইএম
Advertisement