জাতীয়

ঢাকা স্পাইস হোটেলে বাসি খাবার, লাখ টাকা জরিমানা

রান্নাঘরে নোংরা পরিবেশ। ফ্রিজে কাঁচা মাছ-মাংসের সঙ্গে খোলা অবস্থায় রাখা রান্না খাবার। এছাড়া বাসি দুর্গন্ধযুক্ত মাছ ও পাটিসাপটা পিঠা বিক্রির জন্য রেখে দেয়া হয়েছে। এভাবে নোংরা পরিবেশে রান্না ও বাসি খাবার বিক্রির দায়ে রাজধানীর নিকুঞ্জ-২ এলাকার ঢাকা স্পাইস হোটেল অ্যান্ড রেস্টুরেন্টকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

Advertisement

বৃহস্পতিবার এই রেস্টুরেন্টে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের (বিএফএসএ) নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম শান্তুনু চৌধুরী। এ সময় নিরাপদ খাদ্য পরিদর্শক মো. মিজানুর রহমান সিকদার উপস্থিত ছিলেন।

বিএফএসএ জানায়, বৃহস্পতিবার নিকুঞ্জ-২ এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে ঢাকা স্পাইস হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের রান্নাঘরে নোংরা পরিবেশ দেখা যায়। রেফ্রিজারেটরে কাঁচা মাংস ও রান্না করা খাবার একসঙ্গে খোলা অবস্থায় রাখা। এছাড়া হোটেলের বাসি দুর্গন্ধযুক্ত মাছ ও পাটিসাপটা পিঠা রেখে দিয়েছে। এসব অপরাধে প্রতিষ্ঠানটিকে ১ লাখ টাকা জরিমানা প্রদান করা হয়।

এসআই/এমএসএইচ/জেআইএম

Advertisement