অর্থনীতি

সপ্তাহে অস্থির পুঁজিবাজার

ধারাবাহিক দরপতনে সপ্তাহজুড়ে অস্থির ছিল দেশের পুঁজিবাজার। গেল সপ্তাহে লেনদেন হওয়া পাঁচ কার্যদিবসের মধ্যে সূচক একদিন সামান্য ঊর্ধ্বমুখী থাকলেও দরপতন হয়েছে বাকি চারদিন। এসময় সব ধরণের মূল্য সূচকের পাশাপাশি কমেছে লেনদেন হওয়া বেশির ভাগ শেয়ারের দর। একই সঙ্গে কমেছে পিই রেশিও ও বাজার মূলধন।বাজার সংশ্লিষ্টদের মতে তালিকাভুক্ত ব্যাংকগুলোর তৃতীয় প্রান্তিকের প্রকাশিত আর্থিক প্রতিবেদনে মুনাফা অনেকটা কমতে দেখা গেছে। এছাড়াও অন্যান্য কোম্পানিগুলো মুনাফার দিকে তাকিয়ে আছে বিনিয়োগকারীরা। অন্যদিকে ব্যাংকের এক্সপ্রোজাল লিমিট বিষয়ে এখনো কোনে সিন্ধান্ত হয়নি। ফলে প্রাতিষ্ঠানিক বিনিযোগকারীরা বাজারে অনেকটা নিষ্ক্রিয় রয়েছে। আর এসব করণে আস্থাহীনতায় বিনিয়োগকারীরা নতুন করে শেয়ার কিনছে না। যাদের বাজারে বিনিয়োগ রয়েছে তারাও তাদের হাতে থাকা শেয়ার বিক্রি করে বেরিয়ে যেতে চাচ্ছে। সব মিলিয়ে অস্থিরতা বিরাজ করছে শেয়ারবাজারে।সপ্তাহিক বাজার পর্যালোচনায় দেখা গেছে, দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহে প্রধান সূচক ডিএসইএক্স কমেছে ৮৩ দশমিক ১৯ পয়েন্ট বা ১ দশমিক ৭৯ শতাংশ, ডিএস৩০ সূচক কমেছে ৩৬ দশমিক ৫৮ পয়েন্ট বা ২ দশমিক ০৮ শতাংশ। আর শরীয়াহ বা ডিএসইএস কমেছে ২০ দশমিক ৯৫ পয়েন্ট বা ১ দশমিক ৮৮ শতাংশ।গেল সপ্তাহে হ্রাস পেয়েছে লেনদেন হওয়া বেশিরভাগ শেয়ার ও মিউচুয়াল ফান্ডের দর। ডিএসইতে তালিকাভুক্ত মোট ৩২৮টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে মাত্র ৯২টির, কমেছে ২১২টির এবং অপরিবর্তিত রয়েছে ২৩টির। আর লেনদেন হয়নি ১টি কোম্পানির শেয়ার।গত সপ্তাহের আগের সপ্তাহে পূজার কারণে চারদিন লেনদেন হওয়ায় গেল সপ্তাহে পাঁচদিনে ডিএসইতে টাকার অংকে লেনদেনের পরিমাণ বেড়েছে। ডিএসইতে লেনদেন হয়েছে ১ হাজার ৭৫৬ কোটি  ৮৩ লাখ ৭৯ হাজার টাকা। যা এর আগের সপ্তাহের তুলনায় ৪১৪ কোটি ৮০ লাখ টাকা বা ৩০ দশমিক ৯১ শতাংশ বেশি। আগের সপ্তাহে ডিএসইতে লেনদেন হয়েছিল ১ হাজার ৩৪২ কোটি ৩ লাখ ৫৪ হাজার টাকা। আর গত সপ্তাহে ডিএসইতে গড়ে প্রতিদিন লেনদেন হয়েছে ৩৫১ কোটি ৩৬ লাখ টাকার।সপ্তাহের ব্যবধানে বাজার মূলধন ১ দশমিক ৫৯ শতাংশ কমে দাঁড়িয়েছে ৩ লাখ ১৬ হাজার ৮৯০ কোটি ৭৮ লাখ ৮৫ হাজার টাকায়। আর সার্বিক মূল্য আয় অনুপাত (পিই রেশিও) ১ দশমিক ৮৫ শতাংশ কমে ১৫ দশমিক ২৮ পয়েন্টে অবস্থান করছে।অন্যদিকে দেশের অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সপ্তাহে সিএএসপিআই সূচক কমেছে ১ দশমিক ৬৮ শতাংশ। সিএসই৩০ সূচক কমেছে ১ দশমিক ১৩ শতাংশ। আর সিএসইএক্স সূচক কমেছে ১ দশমিক ৬৭ শতাংশ।সপ্তাহে সিএসইতে গড়ে মোট লেনদেন হয়েছে ২৭৩টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ৮৪টির, কমেছে ১৭০টির এবং অপরিবর্তিত রয়েছে ১৯টির। টাকার অংকে লেনদেন হয়েছে ১৩৩ কোটি ৫৩ লাখ ৫৭ হাজার ৫৪৩ টাকা।এসআই/এআরএস/আরআইপি

Advertisement