দেশজুড়ে

বেনাপোলে চোরাচালানিদের উপর বিজিবির গুলি

যশোরের বেনাপোল সীমান্তে চোরাচালানিদের হামলা প্রতিহত করতে দুই রাউন্ড গুলি বর্ষণ করেছে বিজিবি সদস্যরা। এতে কেউ হতাহত হননি। শুক্রবার ভোরে বেনাপোল পোর্ট থানার পুটখালি সীমান্তের বারপোতা মাঠে এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে বিজিবি সদস্যরা ভারতীয় ৯ বস্তা চা পাতা ও এক বস্তা পটকাবাজি উদ্ধার করেছে। যশোর ২৬ বিজিবির বেনাপোল ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার গিয়াস উদ্দিন জাগো নিউজকে জানান, শুক্রবার ভোরে তাদের কাছে খবর আসে চোরাচালানিরা বিপুল পরিমণি ভারতীয় পণ্য নিয়ে বারপোতা হয়ে বেনাপোল যাবে। এমন খবরের ভিত্তিতে হাবিলদার জাকির হোসেনের নেতৃত্বে বিজিবি একটি টহলদল সেখানে অবস্থান নেয়। ভোর সাড়ে পাঁচটার দিকে ১৫/২০ জনের একটি চোরাচালানি পণ্য নিয়ে যাওয়ার সময় বিজিবি সদস্যরা ধাওয়া করলে তারা পাল্টা বিজিবি সদস্যদের ওপর ইট, পাথর ছুড়ে হামলা করার চেষ্টা চালায়। বিজিবি সদস্যরা আত্মরক্ষার্থে পর পর ২ রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। এসময় চোরাচালানিরা কয়েকটি বস্তা ফেলে পালিয়ে যায়। পরে বিজিবি সদস্যরা সেখান থেকে ৯ বস্তা ভারতীয় চা পাতা ও এক বস্তা পটকাবাজি উদ্ধার করে ক্যাস্পে নিয়ে আসে। ক্যাম্প কমান্ডার গিয়াস উদ্দিন আরও জানান, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। উদ্ধারকৃত পণ্য বেনাপোল কাস্টমস গুদামে জমা ও পোর্ট থানায় মামলার প্রক্রিয়া চলছে।মো. জামাল হোসেন/এমজেড/আরআইপি

Advertisement