শিক্ষা

নিজ বিদ্যালয় কেন্দ্রে জেএসসি পরীক্ষা নয়

খুলনায় জেএসসি পরীক্ষার্থীরা নিজ বিদ্যালয় কেন্দ্রে অংশ নিতে পারবে না। পরীক্ষা সুষ্ঠুভাবে পরিচালনার জন্যই এই পদক্ষেপ নেয়া হয়েছে বলে প্রশাসন সূত্র জানিয়েছে। এদিকে প্রত্যেক কেন্দ্র ম্যাজিস্ট্রেট, পুলিশ ও মেডিকেল টিম নিয়োগের ব্যবস্থা করা হয়েছে। এবারে জেএসসি পরীক্ষায় ৩২ হাজার ১৪৬ জন এবং জেডিসিতে চার হাজার ৫০ জন অংশ নিচ্ছে। গত বছর জেএসসিতে পরীক্ষার্থী ছিল ২৮ হাজার ৩৯ জন, জেডিসিতে ৩ হাজার ৬৭৩ জন। আগামী রোববার থেকে জেলায় ৪৭টি কেন্দ্রে জেএসসি এবং ১৪টি কেন্দ্রে জেডিসি পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রথম দিন জেএসসির বাংলা ১ম পত্র ও জেডিসির কুরআন মজিদ ও তাজবিদ বিষয়ের ওপর পরীক্ষা অনুষ্ঠিত হবে সকাল ১০টা থেকে বেলা একটা পর্যন্ত। জেলা প্রশাসক সূত্রে জানা গেছে, এ বছর ৪৭টি কেন্দ্রে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় ৩২ হাজার ১৪৬ জন, ১৪টি কেন্দ্রে জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষায় চার হাজার ৫০ জন ও এসএসসি ভোকেশনালে (নবম শ্রেণি) ২ হাজার ৯৯৬ জন পরীক্ষায় অংশ নেবে। তবে এ বছর জেএসসি ও জেডিসিতে পরীক্ষার্থী বেড়েছে চার হাজার ৪৮৪ জন। জেএসসি পরীক্ষায় নগরীতে ১৯টি ও উপজেলার ২৮টি কেন্দ্রে, জেডিসি পরীক্ষায় মহানগরীতে ২টি ও উপজেলার ১২টি কেন্দ্রে ও এসএসসি ভোকেশনালের ২৪টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. মনিরুজ্জামান জাগো নিউজকে জানান, ইতোমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। নগরীর ২১টি কেন্দ্রে ম্যাজিস্ট্রেট নিয়োগ দেয়া হবে। এছাড়া স্ব-স্ব উপজেলার নির্বাহী অফিসারগণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন। পরীক্ষা কেন্দ্র যাতে নকলমুক্ত থাকে এজন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়া পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হবে।আলমগীর হান্নান/এমজেড/আরআইপি

Advertisement