চুয়াডাঙ্গায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ফারজানা তাসলিমা (৪২) নামে এক নারীর মৃত্যু হয়েছে। বুধবার (১২ আগস্ট) দুপুরে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের করোনা আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি আলমডাঙ্গা উপজেলার থানাপাড়ার আব্দুল গণির স্ত্রী।
Advertisement
এদিকে চুয়াডাঙ্গায় নতুন করে এক ইউপি চেয়ারম্যানসহ ২২ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্তের সংখ্যা দাঁড়াল ৮৯০ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ৪৪৪ জন। করোনায় মারা গেছেন ১৪ জন।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. শামিম কবির জানান, গত সোমবার (১০ আগস্ট) সকালে জ্বর, ঠান্ডা ও শ্বাসকষ্ট নিয়ে সদর হাসপাতালে ভর্তি হন ফারজানা তাসলিমা। তিনি উচ্চ রক্তচাপ ও কিডনি জটিলতায়ও ভুগছিলেন। করোনার উপসর্গ থাকায় তাকে হাসপাতালের করোনা ওয়ার্ডের হলুদ জোনে ভর্তি করা হয়। নমুনা পরীক্ষায় তার করোনা শনাক্ত হয়। বুধবার দুপুরে আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
সালাউদ্দীন কাজল/আরএআর/এমএস
Advertisement