করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে এ পর্যন্ত দেশে তিন হাজার ৫১৩ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৪২ জনের।
Advertisement
দেশের ৮ বিভাগের মধ্যে করোনায় সর্বোচ্চ মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে, ১ হাজার ৬৮১ জন। এছাড়া অন্যান্য বিভাগের মধ্যে চট্টগ্রাম বিভাগে ৮১৯ জন, রাজশাহী বিভাগে ২২৬ জন, খুলনা বিভাগে ২৭১ জন, বরিশাল বিভাগে ১৩৫ জন, সিলেট বিভাগে ১৬২ জন, রংপুর বিভাগে ১৪১ জন এবং ময়মনসিংহ বিভাগে ৭৮ জন রয়েছেন।
বিভাগওয়ারি পরিসংখ্যান অনুসারে সর্বশেষ গত ২৪ ঘণ্টায় মোট করোনায় মৃত ৪২ জনের মধ্যে ঢাকা বিভাগে ২৭ জন, চট্টগ্রাম বিভাগে তিনজন, খুলনা বিভাগে তিনজন, বরিশাল বিভাগে একজন, সিলেট বিভাগে চারজন, রংপুর বিভাগে দুজন এবং ময়মনসিংহ বিভাগে দুজন রয়েছেন।
উল্লেখ্য, দেশে গত ২৪ ঘণ্টায় ২ হাজার ৯৯৫ জন করোনাভাইরাস (কোভিড-১৯) আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে। করোনা শনাক্তে গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ১৪ হাজার ৭৫১টি। ফলে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ২ লাখ ৬৬ হাজার ৪৯৮ জনে।
Advertisement
এমইউ/এমএসএইচ/এমকেএইচ